পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર কপুর-মঞ্জরী। কুরদিক –প্রিয়সখি! দেবীকে বঞ্চনা করে মহারাজ যে তোমার কাছে এলেচেন, এই কথা জাতে পেরে দেবী এইখানে আচেন। তাই কুজ, বামন, কিরাত, বর্ষবর, কন্ধুকী প্রভৃতি অন্তঃপুরচারীদের এই কোলাহল । - কপুর-মঞ্জুরী।--(সম্ভয়ে) তবে মহারাজ আমাকে পাঠিয়ে দিন—আমি সুরঙ্গ-পথ দিয়ে রক্ষাগৃহে যাই। তা হলে আর দেবী আমাদের মিলনের কথা জানতে পাবেন না। - (সকলের প্রস্থান ) ইতি তৃতীয় যবনিকান্তর।