পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

越邨 যেতে দেখলেন, সেই দিন থেকে দেবী পাথর দিয়ে সেই সুড়ঙ্গের মুখ বন্ধ করিয়ে দিলেন। অনঙ্গ-সেন, কলিঙ্গ-সেন, কাম-সেন, বসস্তু-সেন, বিভ্রম-সেন এই সেনানামধারী পাচ জন চামর-ধারিণী দাসী প্রদীপ্ত করবালধারী সহস্র পদাতিকের সহিত, কালীমন্দিরের পূৰ্ব্বদিক রক্ষণের জন্ত নিযুক্ত হল। আর অনঙ্গলেখা, চিত্ৰলেখা, চন্দ্ৰলেখা, মৃগান্ধলেখা , বিভ্রম-লেখা এই লেখানামধারী পাঁচ জন সৈন্ধিী, গুখিতশরযুক্ত ধনুহন্তে সহস্র ধামুকী দক্ষিণদিকে স্থাপিত হ'ল। আর কুন্দমালা, চন্দনমালা, কুবলয়মাল, কাঞ্চনমালা, বকুলমাল, মঙ্গলমাল, মাণিকামাল, এই মালানামধারী সাত জন ভাস্কুল-করষ্কবাহিনী, নব-শাণিত কুন্ত-অন্ত্রধারী সহস্র পদাতির সহিত পশ্চিমদিকে স্থাপিত হ’ল । তাদের উপর আবার, মদিয়াবতী, কেলীবর্তী, কল্লোললী, অনঙ্গলতী, এষ্ট বর্তীনামধারী পাঁচ জন কনক-বেত্ৰধারী স্বভাষিতপাঠিক পরিচারিক কুমারী, বনীনামধারী সেনার অধ্যক্ষরূপে নিযুক্ত হ'ল। রাজা –অহে ! দেবীর এই সমস্ত সরঞ্জাম অন্তঃপুরেইষ্ট উপযুক্ত। বিদূষক ।-বয়ন্ত! ঐ দেখ কি একটা কথা নিবেদন করুবার জন্ত দেবী সারদিক নামক সখীকে পাঠিয়েচেন । সারঙ্গিকার প্রবেশ । সারদিক —মহারাজের জয় হোক্‌! মহারাজ ! দেবী আপনাকে জানাতে বল্লেন, আজ এই চতুর্থ দিবসে ভাবি-বট-সাবিত্রী-উৎসব হবে ; এই উৎসব-ব্যাপার, “কেলিবিমান”-প্রাসাদে উঠে দেখতে হবে । স্থাজা –দেবীর আজ্ঞা শিরোধার্ঘ্য ; ( দাসীর প্রস্থান এবং উভয়ের প্রাসাদ-অধিরোহণ )