পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ ধবনিকাত্তর । ¢ጓ চর্চরীর প্রবেশ । দুষক — নৃত্যের বিরাম হলে, মুক্ত-আভরণধারী চলিত-বসনা এষ্ট নর্তকীগণ যত্ন-বিনিঃস্থত জল মণিময় পাত্রে ভরি’ পরম্পর গাত্রে দেখ করয়ে সিঞ্চন । এ দিকে আবার!-- নর্তকী বত্ৰিশ জন আবদ্ধ হইয়া কিবা বিচিত্র বন্ধনে, e নাচিতেছে ঘুরি ঘুরি তাল লয়-অমুগত সংযত চরণে । আরো দেখ দণ্ডাকারে চলিতেছে “দও-রাশ” তোমার অজনে । অপর মৰ্ত্তকীগণ রেখামাত্র না লঙ্ঘিয়া ফুষ্ট সারি হয়ে, স্কন্ধে স্কন্ধে শিল্পে শিরে হস্তে হস্তে হয়ে এক আর বাহুদ্বয়ে, নাচিয়া নাচিয়া চলে পরস্পর-অভিমুখে শুদ্ধ তাল-লয়ে ॥ অপর নর্তকী-বৃন্দ রতন-কবচগুলি করি’ উন্মোচন যন্ত্র-যোগে ধারাজল রঙ্গভরে চতুর্দিকে করয়ে ক্ষেপণ ; —সেই সব জলধারা পড়ে গিয়া প্রিয়জন-গায় 澳 মনোভৰ মদনের সুতীখণ বারুণাস্ত্র প্রায় ৷