কপূৰ্ব-মুখী । সরঙ্গিক —( সম্মুখে অবলোকন করিয়া) মহারাজ দেখচি আবার মরকত-কুঞ্জে গিয়ে কদলী-গৃহে প্রবেশ কবেচেন । এইবার তবে, নিকটে গিয়ে দেবী যা জানাতে বলেচেন, জানিয়ে আসি ( অগ্রসর হইয়া ) মহারাজের জয় হোক। দেবী এই কথা বলতে বলেন, ক্ষাজ সন্ধার সময় তিনি আপনার বিবাহ দিয়ে দেবেন। এই বিলাসিনীগণ কালিম-কজল-বর্ণ-তত্ত্ব, শিখি-পুচ্ছ-আভরণ ধরে—আর তীক্ষু জাখি-ধন্থ ; ষ্ঠীষণ ব্যান্ত্রের রূপ করিয়া ধারণ দর্শকজনের করে হাঙ্ক উৎপাদন ॥ অপর নারীর দল মহামাংস করিয়া ধারণ, শৃগাল-চাংকার-সম করিতেছে হুঙ্কার ভীষণ ; রুদ্রমূৰ্ত্তি নিশাচরী রাক্ষসী সাজিয়া কতিপয়, ওই দেখ করিতেছে শ্মশান-শৃপ্তের অভিনয় । কর্টির কিঙ্কিণী বাজে, শিঞ্জিনী নুপুর-মাঝে, —sষ্ট দেখ অন্য নারী নর্তনে প্রবৃত্ত , क8-शैडि उँछूनिड --তাল-লয়-নিয়ন্ত্রিত, দেখায় উহারা সবে যোগিনীর নৃতা। অপর রমণীদল* চঞ্চল যাদের বেশ কৌতুহল-বশে • —বাজায় মোহনবেণু তাদের বিচিত্র ভাব দেখি লোকে হাসে । –নাচি নাচি’ যায় চলি, করয়ে প্রণাম ; প্ৰণমিয়া চলে, আর হাসে অবিরাম ॥ সারঙ্গিকার প্রবেশ।
পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।