এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
o কপুর-মঞ্জরী। ८्रश्नन्नं *-- কুম্ভলেশ-কুহিতার করম্পর্শে ৰে মুখ আমার, " সে মুখের তুলনায় মোর কাছে স্বর্গমুখে ছার। ** লভিলাম রমণীয় চক্রবর্তী রাজার পদবী, পালন করিব এবে সযতনে সমগ্র পৃথিবী। তথাপি এই রূপ যেন হয় – সত্যেতে আননা লাভ করে যেন সজ্জন সকল, নিত্য কষ্ট পায় যেন দুষ্টবুদ্ধি দুর্জনের দল। সত্যাশিষ হয় যেন হেথাকার ব্রাহ্মণ সকলে, বন্ধুক সঞ্চিত মেঘ শস্তোচিত সলিল ভূতলে। লোড়-পরাভূখ যেন হয় সৰ্ব্বলোক, অনুদিন তাঁহাদের ধৰ্ম্মে মতি হোকৃ। ইতি শ্রীরাজশেখর বিরচিত কপূর-মঞ্জরী।