জন্য ঝগড়া বিপদ করিয়া বিপন্ন হইত এবং বিচারে অর্থদণ্ডে দণ্ডিত হইত, তিনি তাহাদের জরিমানার টাকা দিয়া তাহাদিগকে উদ্ধার করিতেন। এই সকল কারণে তাঁহার নাম “লাগে টাকা দেব গৌরী সেন” ইত্যাকার প্রবাদবাক্যে চিরস্মরণীয় হইয়া রহিয়াছে। বাবু শোভারাম বসাক নামক অতি বনাঢ্য বণিকের বাসভবন বড়বাজারে ছিল।
বড়বাজারের এবং চোরবাগানের অতি প্রাচীন ধনাঢ্য গোষ্ঠী মল্লিকবংশ, রাজা সুখময় রায়ের পূর্বপুরুষগণ, রামদুলাল দে, মতিলাল শীল, কালীপ্রসন্ন সিংহের পূর্বপুরুষগণ, বাগবাজারের গোকুল মিত্র এবং আরও অনেক প্রসিদ্ধ বংশ—ইহাদের মধ্যে কহ কেহ কলিকাতায় ইংরেজদিগের বসতি স্থাপনের পুর্বে এবং কেহ বা পলাশীর যুদ্ধের পর কলকাতা বসবাস করিতে আরম্ভ করেন।
পুরাতন ফোর্ট উইনিয়ম দুর্গটি ১৬৯২ অব্দে নির্ম্মিত হইয়াছিল। ইংলণ্ডর প্রাচীনকালের 'ফিউডাল' দুর্গসমুহের ন্যায় উহা নগরর সকলের আশ্রয়স্থল ও স্বরূপ হইয়াছিল; দেশীয়ের বিপদে রক্ষা প্রাপ্ত হওয়ার এবং বাণিজ্যের বিবিধ অধিকার লাভ করায় অতি অল্পকাল মধ্যে সূতানুটী ও গোবিন্দপুরে বাস করিতে আরম্ভ করে। সার জন গোলডসবরো ডিহি কলিকাতার পুরাতন কেল্লার স্থান নির্বাচন কারন; যে যে গোরস্থানে চার্নক ও গোলডসবরো সমাহিত হন, তাহার উত্তরে এবং যে বড়বাজার ইংরেজ উপনিবেশে খাদ্যসামগ্রী সরবরাহ করিত, তাহার দক্ষিণে উহা অবস্থিত ছিল। হ্যামিলটন বলেন, কেল্লার মধ্যস্থ গভর্ণরের বাসভবন যেমন দেখিতে সুদৃশ্য ও মনোহর, তেমনই স্থাপত্যশিল্পের একটি উৎকৃষ্ট নিদর্শন ছিল। তদ্ভিন্ন কেল্লার ভিতর পুরাতন জমিদারের কাছারি, সৈন্য