পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১০১

সালের ২ শে মে একটি প্রোটেষ্টাণ্ট গির্জা স্থাপন করেন। প্রায় ইহারই সমাকালে তাহার মিশনস্কুলও স্থাপিত হই। পর বৎসর তিনি ১৭৫টি বালকবালিকা প্রাপ্ত হন, তাহাদের মধ্যে ৩৭ টির ব্যয় ভার তিনি নিজে বহন করিতেন। কিছুকাল তাহার বিদ্যালয় ও গির্জার জন্য তাহাকে ইষ্টইণ্ডিয়া কোম্পানি এক বাড়ী দিয়াছিলেন, কিন্তু পরে উভয়ই স্থানান্তরিত হয়, এবং তিনি নিজে উভয়ের নিমিত্ত বর্তমান মিশন ষ্ট্রীটে বাটী নির্মাণ করেন। কর্ণেল ক্লাইভ ও তাহার পত্নী এবং ওয়াট সাহেব ও তাঁহার সহধর্ম্মিনী কীর্ণাণ্ডারের সবিশেষ বন্ধুরূপে পরিগণিত ছিলেন। দিল্লীর মোগল সম্রাট তাঁহার প্রতি খৃষ্টীয় ধর্ম্মপুস্তকগুলি আরবীয় ভাষায় অনুবাদ করিবার ভার অর্পণ করেন। তিনিও তাহা সমাধা করিয়া অনুবাদগুলি এলাহাবাদে সম্রাটের নিকট প্রেরণ করেন। তিনি দুইবার দারপরিগ্রহ করেন। তাহার দ্বিতীয় স্ত্রী আপনার সমস্ত সম্পত্তি স্বামীর বিদ্যলয় ও গির্জার নামে দান করিয়া যান। সেই সদাশয় রমণীর সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থে কীর্ণ্যাণ্ডার সাহেব আপনার মিশনস্কুল বাড়ীতে একটা প্রকাণ্ড ঘর সংযোজিত করেন; তাহাতে ২৫০ টী বালক বালিকা ধরিতে পারিত। সার আয়ার কুট এবং তাঁহার পত্নী এই মিশনের প্রতি যথেষ্ট অনুরাগ প্রকাশ করিতেন, এবং বিবি কুট এইখানেই তাঁহার সেক্রামেণ্ট দীক্ষা গ্রহণ করেন। ১৭৮৬ সালে কীর্ণ্যাণ্ডার নিজে ১০০০ তাঁহার পুত্র ৩০০০ এবং সার আয়ার কুট ৫০০ টাকা এই মিশনে দান করেন। কীর্ণাণ্ডারের জীন কাল মধ্যে তিনি ইহার আনুকূল্যার্থে ১২,০০০ পাউণ্ড দান করিয়াছিলেন। বৃদ্ধ বয়সে তিনি ভাগ্যবিপর্যয়ে দারুণ দুর্দ্দশায় পতিত হইয়াছিলেন। তাঁহার স্কুল গির্জাও আইনের হস্ত হইতে অব্যা-