পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৮
কলিকাতার ইতিহাস

বাসভবন আছে। ধর্ম্মতলার পুরাতন হাসপাতালে একটী আউট- ডোর ডিস্পেনসারি রাখা হইয়াছিল। এই হাসপাতালের সহিত সংসৃষ্ট আর তিনটা ডিস্পেনসারি আছে, একটী পার্ক স্ট্রীটে, দ্বিতীয়টা চিৎপুর রোড, এবং তৃতীয়টা সুকিয়া স্ট্রীটে।

 ৪। মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইহা কলেজ স্ট্রীটে অব- স্থিত। মার্কুইস অব ডালহাউসির শাসনকালে ১৮৪৮ সালে ইহা নির্ম্মিত হয়। পুরাতন ও নূতন ফিভার হাসপাতালের টাকায়, লটারি কমিটির অর্থভাণ্ডারের উদ্বৃত্ত অর্থে, এবং পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহের এককালীন দানের ৫০০০০ টাকায় এই হাঁস- পাতাল নির্ম্মিত হইয়াছিল। বাবু শ্যামাচরণ লাহার প্রদত্ত অর্থে হাসপাতালের উত্তর-পূৰ্বাংশে একটি নূতন চক্ষু চিকিৎসালয় প্রতিষ্ঠিত- হইয়াছে, এবং মহানুভব দাতার নামানুসারে তাহার নামকরণ হইয়াছে। ইহুদীদিগের চিকিৎসা নিমিত্ত মিসেস এজরা নামী একটী ইহুদী মহিলার সম্পূর্ণ ব্যয়ে মূল হাসপাতাল বাড়ীর সংলগ্ন ভাবে একটা স্বতন্ত্র বিভাগ নির্মিত হইয়াছে। কলিকাতার একটি বহু কালের অভাব দূর করিবার নিমিত্ত বাঙ্গালায় ভূতপূর্ব্ব ছোটলাট সার আশলি ইভেন স্ত্রীলোক ও শিশুদিগের চিকিৎসার্থে ১৮৮২ সালের জুলাই মাসে ইডেন হাসপাতাল প্রতিষ্ঠিত করিয়াছেন। এই হাসপাতাল সম্বন্ধে জনৈক লেখক এইরূপ অভিমত প্রকাশ করিয়া- ছেন। এই হাসপাতাল সম্বন্ধে জনৈক লেখক এইরূপ অভিমত প্রকাশ করিয়াছেনঃ-“ইডেন হাসপাতাল অপেক্ষা, বোধ করি অধিকতর সর্বাঙ্গসুন্দর হাসপাতাল জগতে আর নাই।” ইহার আনুষঙ্গিক অট্টালিকাগুলির মধ্যে দুইজন হাসপাতালধাত্রীর জন্য দুইটি বৃহৎ বানভবন আছে কলুটোলায় বিখ্যাত শীল বংশের