পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১২৫

খাইতে দেওয়া হইত। এই অর্থভাণ্ডার ১৭৩৪ সালে বা তৎসম- কালে প্রতিষ্ঠিত হয়। কেহ কেহ বলেন, বিখ্যাত কুঠিয়াল উমিচাঁদ এই ভাণ্ডারের সাহায্যকল্পে ৩০,০০০ টাকা সাহায্য করিয়াছিলেন, কিন্তু এবিষয়ে মতবিরোধ দৃষ্ট হয়। ১৭৩৪ অকে ব্রুশিয়ার সাহেব কর্তৃপক্ষকে এই নিয়মে ওল্ড কোর্ট হাউস অর্পণ করেন যে, তাঁহারা একটি দাতব্য বিদ্যালয়ের ব্যয়নিৰ্বাহার্থ বার্ষিক ৪,০০০ টাকা প্রদান করিবেন। ১৭৫৬ অব্দে মুরগণ ইংরেজদিগের গির্জা বিধ্বস্ত করিলে কোম্পানী তাহার ক্ষতিপুরণ স্বরূপ যে অর্থ পাইয়াছিলেন, তাহাও এই ভাণ্ডারে প্রদান করিয়া ইহার পরিমাণ বর্ধিত করিয়া দেন।

 যে যে উপায়ের অর্থে পুরাতন কলিকাতা দাতব্য ভাণ্ডার (Old Calcutta Oharity Fund) সমুদ্ভূত হইয়াছিল, তাহা নিম্নে উল্লিখিত হইল:—

  ১। ১৭৩২ সালের পূর্বে বা তৎসমকালে প্রথম যে চাঁদা সংগৃহীত হইয়াছিল;

 ২। গির্জার সংগৃহীত অর্থ;

 ৩। পুরাতন গির্জা ধ্বংসের ক্ষতিপূরণস্বরূপ নবাব মিরজাফর আলি খা কর্তৃক প্রদত্ত অর্থ। ইহার পরিমাণ অজ্ঞাত;

 ৪। স্বয়ং উমিচাদের প্রদত্ত, অথবা তাহার মৃত্যুর পর তাহার দত্ত-ধন-বিধাতা প্রদত্ত অর্থ। উমির্চা কলিকাতায় ১৭৬০ সালে কালগ্রাসে পতিত হন। এই দানের পরিমাণ ও অন্যান্য বিশেষ বিবরণ অজ্ঞাত;

 ৫।লয়েন্স কষ্টাণ্টিয়স্ নামক জনৈক মৃত ধনবান্ পর্তুগীজের সম্পত্তির এক্সিকিউটার চার্লস্ ওয়েষ্টন কর্তৃক ১৭৭৩-৭৪ অব্দে প্রদত্ত “,০০০ টাকা (ব। তদপেক্ষা কিছু কম)।