পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
কলিকাতার ইতিহাস।

 এতদ্ভিন্ন কোম্পানি মেয়র্স কোর্ট বা টাউন হল (পরে ওল্ড কোর্ট নামে অভিহিত) নামক বাড়ীর ভাটক স্বরূপ মাসিক ৮০০ টাকা এই অর্থভাণ্ডারে প্রদান করিতেন। উত্তরকালে ওল্ড কোর্ট হাউস যখন ভাঙ্গিয়া ফেলা হয়, সেই সময়ে গবর্ণমেণ্ট চর্চ ওয়ার্ডেন- দিগের (গির্জার কর্মচারিবিশেষ) নিকট স্বীকৃত হইয়াছিলেন যে, তঁহারা ঐ ৮০০ টাকা চিরকাল দিবেন। সম্ভবতঃ ওয়ার্ডেন ও চাপলেনগণ (খৃষ্টীয় রাজকোষবিশেষ) সাক্ষাৎ সম্বন্ধে এই ফণ্ডের কার্য্য পরিচালনা করিতেন, কিন্তু ইহার সম্পূর্ণ কর্তৃত্বভার কোম্পা- নীর হস্তে ছিল। তৎকালে এই বিদ্যালয়ে লেকচার (উপদেশ) প্রদানের ব্যবস্থা ছিল। ১৭৮৮ সালে ডাক্তার বেল দর্শনশাস্ত্র সম্বন্ধে ধারাবাহিকরূপে কতকগুলি লেক্চার প্রদান করেন। ১৭১০ সালে এই ফণ্ডের অর্থপরিমাণ ২,৪৫,৮৯৭ প্রচলিত টাকায় দাঁড়া- ইয়াছিল। এই সময় ফ্রী স্কুল সোসাইটি ইহার সহিত মিলিত হয়। ১৭৯ সালে ফ্রী-স্কুলের ফণ্ডে ৫৮,৬২, টাকা ছিল। উভয় ফণ্ড মিলিত হইয়া ফ্রী স্কুল নাম ধারণ করিল, এবং উহাদের মোট সম্পত্তি ৩০,৩,৯৫৯ টাকায় দাঁড়াইল। এ স্থলে ফ্রী-স্কুল সম্বন্ধে দুই চারি কথা বলা নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। ১৭৮৯ সালের ২১শে ডিসেম্বর ইহা স্থাপিত হয়। এই মহারাজধানীতে কিঞ্চিৎ বৃহদাকারে সাধারণের হিতকর কার্যের অনুষ্ঠান ইহার অন্যতম উদ্দেশ্য ছিল। চুচুড়ার গবর্ণর মাকুইস অব, কর্ণওয়ালিস্ ইহার উদ্দেশ্যের প্রতি আন্তরিক সহানুভূতি প্রদর্শন করিতেন।

 ১৭৮০ অব্দে বা তৎসমকালে মিষ্টার হজেস নামক এক সাহেব আম্মানী গির্জার নিকট একটি গবর্নমেণ্ট স্কুলের বিজ্ঞাপন দিয়া প্রচার করেন যে, তথায় পড়া, লেখা ও সূচিকর্ম শিক্ষা দেওয়া