পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৩৩

উপস্থিত হিন্দু-ভদ্রলোকগণ এবং বিখ্যাত পণ্ডিতগণ অন্তরের সহিত সমর্থন করিলে, সেই সভাতে ৬,০০০ পাউণ্ডের উপর চাঁদা স্বাক্ষরিত হয়।

 ঐ সভায় ডবলিউ, সি, ব্ল্যাকিয়ার ও জে, ডবলিউ, ক্রফট নামক দুইজন সাহেব চাঁদার টাকা সংগ্রহ করিবার নিমিত্ত অস্থায়ী ধনাধ্যক্ষ নিযুক্ত হন। অতঃপর ২১শে তারিখে একটী প্রকাশ্য সভার অধিবেশন হয়; তাহাতে গভর্ণর জেনারেল ও তাহার সদস্য- গণ পেট্রন, প্রধান বিচারপতি সার ঈ, হাইড ঈষ্ট সভাপতি, সদর দেওয়ানি ও নিজামত আদালতের প্রধান বিচারক জে, এইচ, হরিংটন সহ-সভাপতি, এবং আটজন ইউরোপীয় সাহেব, পাঁচজন প্রসিদ্ধ পণ্ডিত ও অপর পনর জন দেশীয় ভদ্রলোক কমিটির মেম্বয় নিযুক্ত হন। ২৭শে তারিখে ঐ কমিটির যে অধিবেশন হয়, তাহাতে জোসেফ ব্যারেটো স্থায়ী ধনাধ্যক্ষ ও লেফটেনাণ্ট ফ্রান্সিস আর্ভাইন ইংরেজী সেক্রেটারী এবং দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায়[১] ইংরেজী সেক্রেটারীকে সাহায্য করিবার জন্য দেশীয় সেক্রেটারী নিযুক্ত হন এবং কলেজবাড়ীর উপযুক্ত স্থানসংগ্রহ ও আপাতত বিদ্যালয় বসাইবার জন্য একটা অস্থায়ী বাটী সংগ্রহ করিবার নিমিত ডবলিউ সি, ব্ল্যাকিয়ার, রামগোপাল মল্লিক, গোপীমোহন দেব ও হরিমোহন ঠাকুর এই কয়েকজনকে লইয়া একটি সব-কমিটি গঠিত হয়। এই সভায় বিদ্যালয়ের উদ্দেশ্য এইরূপ প্রচারিত হইয়া- ছিলঃ -–“সম্রান্ত হিন্দুসন্তানগণকে ইংরেজী ও দেশীয় ভাষা এবং ইউরোপের সাহিত্য ও বিজ্ঞান শিক্ষা দেওয়াই এই বিদ্যালয়ের


  1. ইহারই পৌত্র সুপ্রসিদ্ধ উকিল অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় কিছুদিন হাইকোর্টের জজ হইয়াছিলেন।