১৮১৭ সালের ২০শে জানুয়ারি সোমবার বাবু গোরাচাঁদ বসা- কের বাড়ীতে হিন্দুকলেজ প্রথম খোলা হয়। বাড়ীর জন্য মাসিক ৮০ টাকা ভাড়া দিতে হইত। বাবু হরনাথ কুমার তাঁহার চিৎ পুরের বাড়ী কমিটির হস্তে অৰ্পণ করিতে অনিচ্ছুক হওয়ায় বাড়ী ভাড়া করিতে হইয়াছিল। ডেভিড হেয়ার ও হোরেস হেম্যান উইলসন প্রভৃতি বহু ভদ্রলোকই এই বিদ্যালয়ের প্রতি আন্তরিক সহানুভূতি ও যত্ন প্রদর্শন করিতেন। ডেভিড হেয়ার ভারতবাসী- দিগের অবস্থার উৎকর্ষবিধানের নিমিত্ত যে সকল মহৎ কার্য্য করিয়া গিয়াছেন, তাহাতে তাঁহার নাম যথাযোগ্যরূপেই সমাদৃত ও সম্মা- নিত হইয়া রহিয়াছে। তিনি গবর্ণমেণ্টের হস্তে নিজের যে ভূমি দান করিয়াছিলেন, তাহারই উপর হিন্দু ও সংস্কৃত কলেজের বাড়ী ১,২৪,০০০ টাকা ব্যয়ে নির্মিত হয়। কলিকাতার মেডিক্যাল কলেজ যখন প্রথম স্থাপিত হয়, তখন লোকের অনুরাগ আকর্ষণ করিয়া প্রতিষ্ঠালাভ করিবার নিমিত্ত উহাকে অনেক সংগ্রাম করিতে ও বিস্তর বেগ পাইতে হইয়াছিল; সেই বিপদের দিনে ডেভিড হেয়ার উহাকে প্রকৃত কার্যকর ও জনপ্রিয় করিবার নিমিত্ত যেরূপ অসামান্য শ্রমস্বীকার করিয়াছিলেন, তাহা বস্তুতঃ সবিশেষ শ্লাঘার বিষয়। শিক্ষিত লোক বলিলে সাধারণত যাহা বুঝায় ডেভিড হেয়ার সে অর্থে শিক্ষিত লোক নাও হইতে পারেন, কিন্তু শিক্ষাবিষয়ে তাঁহার যে ঐকান্তিক আগ্রহ দৃষ্ট হইয়াছে এবং প্রাচ্য ভূখণ্ডে প্রতীচ্য শিক্ষা-বিস্তারের যেরূপ উদার ভাব তিনি পোষণ করিতেন, তাহাতে তাহাকে উচ্চশ্রেণীর শিক্ষাব্যবসায়ী বলা যাইতে পারে। ডেভিড হেয়ার হিন্দু-কলেজের জন্য যাহা করিয়াছেন, কি ইউরোপীয় কি
পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৩৪