৫০ টাকা হইতে আরম্ভ করিয়া, মাসিক ৫০০ টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন বেতনে ভিন্ন ভিন্ন পদে,—যথা ফোর্ট উইলিয়ম কলেজের হেড, পণ্ডিত ও হেড, রাইটার রূপে, সংস্কৃত কলেজের প্রথম অধ্যাপক ও পরে অধ্যক্ষরূপে, এবং অবশেষে বর্ধমান, নদীয়া, হুগলি ও মেদিনীপুর জেলার বিদ্যালয়সমূহের ইনস্পেক্টররূপে-গবর্ণমেণ্টের চাকুরিতে নিযুক্ত ছিলেন। ১৮৯১ সালের জুলাই মাসে তিনি ইহলোেক পরিত্যাগ করেন। তাহার সম্বন্ধে জনৈক লেখক যথার্থই লিখিয়াছেন—“সংস্কৃত কলেজের বর্তমান সুযোগ্য অধ্যক্ষ বেকন ও বপের ভাবে অনুপ্রাণিত ঈশ্বরচন্দ্রের যত্বে ইহা আর কেবল সংস্কৃত ভাষায় মানসিক শিক্ষার স্থান নহে, অধিকন্তু ভাষাবিজ্ঞান অনুশীলনের প্রধান স্থান, ভাঙ্গালা ভাষার রাজ- বিদ্যালয়, বিশুদ্ধ ভাষার উৎপত্তিস্থল, এবং সুক্ষ ভাষাতত্ত্ব- শিক্ষকের শিক্ষার বিদ্যালয়রূপে পরিণত হইয়াছে। তাঁহার যত্নে সংস্কৃত আর পুর্বের ন্যায় কেবল ব্রাহ্মণগণের কুসংস্কারের অস্ত্রস্বরূপ নাই, জনসাধারণের ভাষা সুমার্জিত হইয়া উন্নত হইয়া উঠিয়াছে। তর্ক-শাস্ত্রকে জনপ্রিয় করিবার নিমিত্ত হোয়েটলি যাহা করিয়াছেন, দর্শনশাস্ত্রকে জনপ্রিয় করিবার নিমিত্ত সক্রেটিস যাহা করিয়াছেন, সংস্কৃত ব্যাকরণের অধ্যয়নকে সহজসাধ্য করিবার নিমিত্ত ঈশ্বরচন্দ্র তাহাই করিয়াছেন; যে শাস্ত্রের অধ্যয়ন এতকাল নিতান্ত কঠিন ও নীরস ছিল, তাহাকে তিনি গ্রীকের স্যায় সহজ করিয়াছেন। তাঁহার কৃত ব্যাকরণ ও সরল সংস্কৃত গ্রন্থ বহু ইংরেজী বিদ্যালয়ে পাঠ্যপুস্তকরূপে নির্ধারিত হইয়াছে; ঐ সকল স্কুল ছাত্রেরা তাঁহার উদ্ভাবিত প্রবালীতে বাঙ্গালা সাধুভাষা শিক্ষা করে; এতদ্বারা অধ্যাপক উইলসনের সেই উক্তি সত্য বলিয়া
পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৫১