নির্ধারিত হইয়াছিল। পূর্বে কেবল ব্রাহ্মণ ছাত্রেরাই ঐ সকল বৃত্তি পাইত, এবং কেবল ব্রাহ্মণ বালকেরাই কলেজে পড়িতে পাইত। সে নিয়ম আর নাই, এক্ষণে সকল জাতীয় হিন্দু বালকই সংস্কৃত কলেজে পড়িতে পারে। সে কালে সংস্কৃত কলেজেই একটি ডাক্তারী শিক্ষার বিভাগ ও তাহার সহিত সংসৃষ্ট একটি শবব্যবচ্ছেদে শ্রেণী ছিল, কিন্তু শিক্ষকগণের অযোগ্যতায় তাহা উঠিয়া যায়। এই কলেজে একটি উৎকৃষ্ট সংস্কৃত পুস্তকালয় আছে।
১৮১৭ সালে কলিকাতা স্কুলবুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তৎকালে নিম্নলিখিত মর্ম্মের এক একখানি পত্র অনেকে ভদ্র লোকের নিকট প্রেরিত হইয়াছিল।
প্রিয় মহাশয়,
যথোপযুক্ত পুস্তক সংগ্রহ করিয়া দিয়া স্কুলের বিদ্যাশিক্ষার উৎকর্ষসাধনার্থ বেলি সাহেবের যত্নে ও অনুগ্রহে একটী সভার অধিবেশন হইবে, ঐ সভায় আপনার পুত্র যাহাতে উপস্থিত হন, এজন্য আপনার অনুমতি প্রার্থনা করিবার নিমিত্ত আমি আগামী কল্য আপনার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করি। আশা করি, আমাদের সকলের মধ্যে নৈতিক শিক্ষার উন্নতিসাধনই যখন ইহার উদ্দেশ্য; তখন হিন্দু, মুসলমান ও ইংরাজ ভদ্রলোক মাত্রেরই ইহা তুশ্যরূপে বাঞ্ছনীয় হইবে এবং সকলেই ইহার সফলতার জন্য যত্ন- শীল হইবেন। আগামী মঙ্গলবারের সভাস সাধারণ রিজোলিউশন- গুলি স্থির করিবার নিমিত্ত কেবল আনুষ্ঠানিক মাত্র হইবে, দেশীয়