পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৪
কলিকাতার ইতিহাস।

অব্দ পর্যন্ত কোম্পানি আপনার টাকা প্রস্তুত করিতেন। ষ্ট্রাণ্ড রোডের উপরিস্থ নূতন টাঁকশাল ১৮৩২ সালে খোলা হয়। ১৭৯১ সালের পূর্ব্বে ফুরানে মুদ্রা প্রস্তুত করিয়া লওয়া হইত। তাম্রমুদ্রা প্রধানতঃ প্রিন্সেপ সাহেব (পরলোকগত জেমস প্রিন্সেপের পিতা) প্রস্তুত করিতেন; ফলতায় তাঁহার একটি কারখানা ছিল। মুদ্রা আপনাদের নাম মুদ্রিত করা (মোগলের মস্তক ও পারসী লিপি সংবলিত হইলেও) ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় জাতি প্রথম প্রথম গৌরবের বিষয় মনে করিতেন।

 ইংরেজের বাণিজ্য যে কলিকাতাকে বর্ত্তমান অবস্থায় পরিণত করিয়াছে তাহাতে সন্দেহ নাই: কিন্তু ইহাও সম্পূর্ণ সত্য যে, সেই বাণিজ্য দ্বারা ইংরেজ ধনীরা প্রচুর লাভবান হইয়াছেন। কিন্তু তথাপি ইংলণ্ডে এমন কতকগুলি লোক ছিল, যাহারা এই বণিজ্যকে ঈর্ষার চক্ষে দেখিত। কলিকাতা রিভিউ পত্রে এক জন লিখিয়াছিলেন -“ইংলণ্ডে একদল ক্ষমতাশালী লোক ভারতবর্ষের সহিত বাণিজ্যের বিরোধী হইয়া উঠিয়াছিল, তাহারা উচ্চরবে তুমুল আন্দোলন ও গোলযোগ উপস্থিত করিয়াছিল।” খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ভিন্ন ভিন্ন বহু দেশের সহিত, বিশেষতঃ আমেরিকা, চীন প্রভৃতির সহিত, বাণিজ্য আরব্ধ হইয়াছিল। ১৭৮৯ সালে ইউরোপীয় পণ্যদ্রব্যসমূহ আসল খরচা দামেরও অর্দ্ধমুল্যে ভারতবর্ষে বিক্রয়ার্থ উপস্থিত করা হইয়াছিল। কথিত আছে যে, বাজারে ঐ সকল দ্রব্যের অত্যন্ত আধিক্য হওয়ায়, ঐরূপ প্রণালী অবলম্বন করিতে হইয়াছিল। কোম্পানির জাহাজের অধ্যক্ষগণ ও অন্যান্য কর্মচারীরা সাতিশয় ক্ষতিগ্রস্ত হইছিল। অতঃপর কর্তৃপক্ষ যখন বুঝিলেন যে, সত্য সত্যই তাহাদের বিশেষ