পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০০
কলিকাতার ইতিহাস।

কার হইয়াছে, তন্মধ্যে স্বল্পমূল্য বা, স্বল্পমূল্য যন্ত্র এবং স্বল্পব্যয়ে ও স্বল্প সময়ে রেল বা ষ্টীমার যোগে কৃষিজাত দ্রব্যসমূহের দূরবর্তী বাজারে ও সুবিধাজনক স্থানে প্রেরণ সবিশেষ উল্লেখযোগ্য। আবার সেই সঙ্গে বিদ্যাবুদ্ধির আলোচনাসংক্রান্ত কেন্দ্রস্থল সমূহের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাহার প্রভাব অতি দূরবর্তী অঞ্চলেও ছড়াইয়া পড়িতেছে। বিমা আফিস সমূহের সংস্থাপন বাণিজ্যযুগের এক অভিনব নিদর্শন। বাণিজ্যের প্রসার সাধনে ইহা বিলক্ষণ হিতকর প্রভাব বিস্তার করিয়াছে। পরন্তু বাণিজ্যের এবং কলকারখানার দ্বারা দ্রব্যজাত প্রস্তুত করণের বৃদ্ধির চিত্রের এক পৃষ্ঠ, যেরূপ সমুজ্বল ও মনোহর, অপর পৃষ্ঠটি সেই পরিমাণে তমসাচ্ছন্ন ও বিভীষিকাময়। কলকারখানা দ্বারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমুহ এত করিবার ব্যবসায় প্রসার লাভ করায় এদেশের যে কি বিষম অনিষ্ট হইয়াছে, তাহা বলিয়া ব্যক্ত করা যায় না। ইহারই বিষময় ফলে আমাদের হস্ত চালিত তাঁতের কার্য্য বিলুপ্ত হওয়ায় তন্তুবায়গণের এবং অন্যান্য শ্রেণীর শ্রমশিল্পীদিগের মুখের গ্রাস স্খলিত হইয়া পড়িয়াছে। হস্ত দ্বারা যে নানা প্রকার পশমী বস্ত্র প্রস্তুত হইত, তাহারও সর্বনাশ হইয়াছে। তদ্ভিন্ন, সুরাপানাদি অমিতাচার, অমিতব্যয়িতা প্রভৃতি কতকগুলি পাপ সমাজে প্রবেশ করিয়া যে কতদূর অপকার করিতেছে, তাহা বলিয়া শেষ করা যায়। এখনই এই, আর কিছুদিন পরে যে কিরূপ অবস্থা হইবে তাহা ভাবিলেও অন্তরাত্মা আতঙ্কে শিহরিয়া উঠে। প্রকৃত রাজনীতিবিৎ ও চিন্তাশীল ব্যক্তিগণের ইহা সবিশেষরূপে অনুধাবন করিয়া এই সময় প্রতিকারের পথ স্থির করা অবশ্যকর্ত্তব্য।