পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম অধ্যায়।
২০৭

ন্যায় প্রাচীন, এবং ইহার কার্য্যকলাপ দেশের অন্যান্য বিচারালয়ের ন্যায় নিয়মিত ও শৃঙ্খলাসম্পন্ন।” ওয়ারেন হেষ্টিংস্ সাহেবের উক্তি হইতে ইহাও জানা যায় যে, অপেক্ষাকৃত নিম্নশ্রেণীর লোকদিগের মধ্যে যে সকল বিবাদ বিসম্বাদ উপস্থিত হইত, এই বিচারালয় তাহারই নিস্পত্তি করিত। ইহার কার্য্যবিবরণী হইতে প্রতীয়মান হয় যে, গভর্ণর জেনারেলের বেনিয়ানগণই (মুচ্ছদ্দিগণই) স্বয়ং গভর্ণরের পরিবর্ত্তে ইহার অধ্যক্ষতা করিতেন।

 ১৬৯৮ (১৬৯৯) খৃষ্টাব্দে বা তৎসমকালে কলিকাতা নগরী প্রেসিডেন্সি পদবীতে উন্নীত হয়, এবং এই প্রেসিডেন্সির নাম হয় “ফোর্ট উইলিয়াম্ ইন বেঙ্গল্ (Fort Williaim in Bengal)"| একজন প্রেসিডেণ্ট (সর্ব্বাধ্যক্ষ) এবং নিম্নলিখিত কর্ম্মচারিগণসংবলিত একটী কাউন্সিল (মন্ত্রিসমাজ) নিয়োজিত হন। কর্ম্মচারিগণের পদের নাম যথা-(১) একাউণ্টাণ্ট (Acountant), (২) মালগুদামরক্ষক (Warehouse-keeper), {৩) ম্যারীন্ পর্সার (Marine Purser) এবং (৪) রিসিভার অভ রেভিনিউ বা কলিকাতার কলেক্টর (Receiver of Revenue or Collector of Calcutta)। জন বেয়ার্ড সাহেব কাউন্সিলের প্রথম প্রেসিডেণ্ট হইলেন। সর্ব্বপ্রকার কার্য্য-বস্তুতঃ সমস্ত শাসনব্যাপার প্রেসিডেণ্ট ও কাউন্সিলের হস্তে ন্যস্ত ছিল। তৎকালে কোনরূপ বিচারালয় প্রতিষ্ঠিত হয় নাই।

 ১৬০১ খৃষ্টাব্দে মহারাণী এলিজাবেথ যে সনন্দ প্রদান করেন, তদ্দ্বারা বণিক্ কোম্পানি আপনাদের ক্ষমতা লাভ করেন এবং সে ক্ষমতা স্পষ্টরূপে নির্দ্দিষ্ট হইয়াছে। তাহাতে অন্যান্য নিয়মও দৃষ্ট হয়, যথা—কোম্পানি এরূপ ও এতগুলি আইন কানুন, বিধি-