হইত, কেবল সেই স্থলেই প্রেসিডেণ্ট বা কাউন্সিলের অনুমোদন গ্রহণ করা হইত।
আমরা এক্ষণে জন্ জেফানিয়া হলওয়েল নামক বিখ্যাত জমিদারের বৃত্তান্ত সংক্ষেপে বলিতে প্রবৃত্ত হইতেছি। তিনি জাতিতে আইরিশ ছিলেন। তিনি পূর্ব্ব ভারতগামী একখানি জাহাজের সার্জ্জেণ্টের মেট (সহকারী) হইয়া ১৭৩২ অব্দে কলিকাতায় উপস্থিত হন। ১৭৩৬ অব্দে তিনি মেয়র্স কোর্টের অন্যতম এল্ডারম্যান্ নিযুক্ত হন এবং ১৭৪৮ অব্দে ইউরোপে প্রতিগমন করেন। তিনি জমিদারের কাছারী সংক্রান্ত কুপ্রথাসমুহ ও দোষাবলীর সংস্কারসাধনার্থ একটী মন্তব্য লিপিবদ্ধ করিয়া ডিরেক্টর সভায় বিচারার্থ অর্পণ করেন, এবং ডিরেক্টরেরা তজ্জন্য তাঁহার প্রতি এতদূর সন্তুষ্ট হন যে, তাঁহারা তাঁহাকে কলিকাতার স্থায়ী জমিদার ও কাউন্সিলারের দ্বাদশ সদস্য নিযুক্ত করেন। ১৭৬০ অব্দে ক্লাইভ স্বদেশে প্রতিগমন করিলে তিনি কয়েক মাস গভর্ণররূপে কার্য্য করেন। তিনি এক সময়ে বর্ত্তমান ফোর্ট উইলিয়াম দুর্গনির্ম্মাণঘটিত একটি ফৌজদারী মোকদ্দমা রুজু করিতে উদ্যত হইলে কোন