পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম অধ্যায়।
২২১

 ক্লাইভ প্রথমে অতি মহনীয় দৃঢ়তার সহিত কর্ম্মচারিবর্গের সংস্কার-সাধনে ব্রতী হইলেন; এই কার্য্যের নিমিত্ত তাঁহাকে উত্তরকালে বহু ক্লেশ ভোগ করিতে হইয়াছিল। পরে তিনি কোম্পানির অধিকারকে বিধিসঙ্গত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করিলেন। দিল্লীর প্রবলপ্রতাপ মোগলসম্রাটের নিকট হইতে তিনি দেওয়ানী সনন্দ গ্রহণ করিলেন; ইহাতে বঙ্গের শাসনপ্রণালী এক অভিনব ভিত্তির উপর স্থাপিত হইল। বঙ্গের আভ্যন্তরিক শাসনসংক্রান্ত এই সকল সুব্যবস্থা ব্যতিরিক্ত তিনি কতিপয় সন্ধিপত্রদ্বারা ভারতের অন্যান্য রাজশক্তির সহিতও সম্বন্ধ স্থাপন করিলেন। এই সমস্ত বিভিন্ন প্রকারের শাসন-সংস্কার-সাধনে ও রাজনৈতিক কার্য্যের সম্পাদনে লর্ড ক্লাইভের পারসী ভাষার সেক্রেটারী ও দেওয়ান মহারাজ নষকৃষ্ণ বাহাদুর তাঁহার বিস্তর সাহায্য করেন। দেওয়ানী সনদে যাহা লিখিত হইয়াছিল, তাহার মর্মার্থ এইরূপ;—

 “এই সুসময়ে আমাদের রাজকীয় সনন্দ (যাহা সকলকে অবশ্যই মানিয়া চলিতে হইবে) প্রচার করা হইল; যেহেতু উচ্চ ও প্রতাপান্বিত, উন্নত সন্ত্রাগণের মধ্যে মহাসমুন্নত, প্রখ্যাত যোদ্ধাদিগের মধ্যে প্রধান, আমাদের বিশ্বস্ত ভৃত্য ও প্রকৃত শুভকাঙ্ক্ষী, এবং আমাদের রাজকীয় অনুগ্রহলাভের সুযোগ্য ইংরেজ কোম্পানির অনুরাগ ও উপকারের বিবেচনায় আমরা তাঁহাদিগকে বঙ্গীয় ১৯৭২ অব্দের ফসল রবির প্রারম্ভ হইতে বঙ্গ, বিহার ও উড়িষ্যা এই প্রদেশত্রয়ের দেওয়ানি এমনভাবে প্রদান করিলাম যে, ইহাতে অন্য কোনও ব্যক্তির সংস্রব থাকিবে না এবং আদালত দেওয়ানি নিমিত্ত যে শুল্ক প্রদান করিতেন, তাহাও তাহাদিগকে দিতে হইবে