দেশের মাদক-নিবারণবিষয়ক অনুষ্ঠানের সহিত তাঁহার সংস্রব ছিল। এই সূত্রে একটী মাদক-নিবারণী-সভা স্থাপিত হয়। প্রথমতঃ মহারাজ কালীকৃষ্ণ দেব বাহাদুর ও তৎপরে মহারাজ কমলকৃষ্ণ দেব বাহাদুর উহার সভাপতি হন, এবং সেই সময়ে কেশবচন্দ্র সেনও উহাতে যোগদান করেন। প্যারীচরণের হস্তে কিছুদিন “এডুকেশন গেজেট" পুরো ভার ছিল। তিনি ছাত্রবর্গের, বিশেষত দরিদ্র ছাত্রগণের পরম সহায় ও অভিভাবক বলিয়া খ্যাত ছিলেন। তৎপ্রণীত ফার্ষ্ট বুক্ অভ্ রিডিঙ্, সেকেণ্ড বুকু অভ্ রিডিঙ্ প্রভৃতি ইংরেজী শিক্ষার প্রথম পুস্তকগুলি অদ্যাপি সমাদৃত ও নির্দিষ্ট পাঠ্যপুস্তকরূপে ব্যবহৃত হইয়া থাকে। অধুনা স্যর রোপার লেখব্রিজ সাহেব ঐ সকল পুস্তক প্রকাশ করিয়া থাকেন, কারণ তিনি উহাদের প্রচারস্বত্ব ক্রয় করিয়া লইয়াছেন। প্যারীচরণ ১৮২৩ অব্দের ২৩শে জানুয়ারি কলিকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৮৭৫ অব্দের ২৩শে সেপ্টেম্বর মৃত্যুমুখে পতিত হন।
৺প্রসন্নকুমার সর্ব্বাধিকারী কিছু দিন কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। বোধ হয়, দেশীয়দিগের মধ্যে তিনিই প্রথম বাঙ্গালা ভাষায় পাটীগণিত ও বীজগণিত বিষয়ক গ্রন্থ প্রণয়ন করেন। তৎকালে এই কার্য্য যে নিতান্ত দুঃসাধ্য ছিল, তাহাতে সন্দেহ নাই; কারণ তত্ত্বদ্বিষয়োপযোগী অনেক নূতন নূতন শব্দই প্রস্তুত করিয়া লইতে হইয়াছিল। বহুদর্শী শিক্ষাতত্ত্বজ্ঞ বলিয়া তিনি সুপরিচিত ছিলেন। বহু বিদ্যালয় সংস্থাপন করিয়া এবং অনেক ছাত্রকে অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় বস্তু দান করিয়া তিনি দেশমধ্যে ইংরেজী শিক্ষা বিস্তারের সহায়তা করিয়াছিলেন। ১৮৮৬ অব্দের নভেম্বর মাসে তাঁহার মৃত্যু হয়।