পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
৩০৫
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 সমাচার-শুভরাজেন্দ্র  দুর্লভচন্দ্র চট্টোপাধ্যায়
 শাস্ত্রপ্রকাশ  ১ বৎসর  লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার
 বিজ্ঞান সেবাধীশ  গঙ্গাচরণ সেন
 জ্ঞান-সিন্ধু তরঙ্গ  রসিককৃষ্ণ মল্লিক
 জ্ঞানোদয়  রামচন্দ্র মিত্র
 পাশাবলী  রামচন্দ্র মিত্র
 সংবাদ-রত্নাবলী  ১৮৩২  মহেশচন্দ্র পাল
 সংবাদ-সারসংগ্রহ  বেণীমাধব দে
 সংবাদ-পূর্ণচন্দ্রোদয়  ১৮৩৫  ২ বৎসর  হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়  
 সংবাদ-সুধাসিন্ধু  ১৮৩৭  ১,,  কালীশঙ্কর দত্ত  ॥৹
 সংবাদ-দিবাকর  ১৮৩৭  ৬ মাস  গঙ্গানারায়ণ বসু  ॥৹
 সংবাদ-গুণাকর  ১৮৩৭  ৬,,  গিরিশচন্দ্র বসু  ॥৹
 সংবাদ-সৌদামিনী  ২ বৎসর  কালাচাঁদ দত্ত
 সংবাদ-মৃত্যুঞ্জয়  পার্ব্বতীচরণ দাস
 সংবাদ-ভাস্কর  শ্রীনাথ রায়