পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১০
কলিকাতার ইতিহাস।
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।


 সংবাদ-নিশাকর  নীলকমল দাস
 ধর্ম্মাধর্ম্মপ্রকাশিকা
 ভক্তিসূচক  রামনিধি দাস
 দূরবীক্ষণিকা
 জ্ঞানোদয়  চন্দ্রশেখর মুখোপাধ্যায়   ৷৹
 জ্ঞানদর্শন  শ্রীপতি মুখোপাধ্যায়
 কাশীবার্ত্তাপ্রকাশিকা  কাশীদাস মিত্র  ৷৷৹
 মেদিনীপুর ও হিজিলি গার্জ্জিয়ান  ১৮৫২  ২ বৎসর  এইচ্,ভি, বেলি
 বিবিধার্থ সংগ্রহ  ১৮৫২  ৪ “  রাজেন্দ্রলাল মিত্র  ৶৹
 জানারুণোদয়  কেশবচন্দ্র কর্ম্মকার   ৷৹
 সুলভ পত্রিকা  ১৮৫৩  তারানাথ দত্ত  ৵৹
 সুধাবর্দ্ধন  ১৮৫৪  
 বঙ্গ বার্ত্তাবহ  ১৮৫৪   ৷৹
 সর্ব্বশুভকরী  ১৮৫৪   ৷৹