পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৩০
কলিকাতার ইতিহাস

যারপর নাই দুর্ম্মুল্য এবং এখানে পাওয়াও দুঃসাধ্য; সেই জন্য এমন একটী প্রকোষ্ঠ দেখা যায় না যে, তাহার সমস্ত সজ্জা একজাতীয় হইয়াছে। প্রথম শ্রেণীর লোকেরা আপনাদের গৃহসজ্জা ইউরোপীয় জাহাজের বা চীনদেশ হইতে আগত জাহাজের কাপ্তেনদিগের নিকট হইতে যে কোনও প্রকারে সংগ্রহ করিত, অথবা দেশীয় আনাড়ি সূত্রধরদিগের যারা প্রস্তুত করাইয়া লইত, কিন্তু বোম্বাই হইতে আনাইতে হইলে আদেশ দিবার তিন বৎসর পরে আহা আসিয়া উপস্থিত হয়।”

 কাচের জানালা তখন অত্যন্ত দুর্মূল্য ছিল। ওয়ারেন হেষ্টিংস ও তাঁহার ন্য়ায় অত্যল্পসংখ্যক লোকেরই কাচের জানালা ছিল।

 খৃষ্টোৎসব (বড়দিন) সম্বন্ধে মিসেস্ ফে লিখিয়াছেন;—"এখানে খৃষ্টোৎসব উহার সর্ব্বপ্রকার প্রাচীন আমোদ প্রমোদের সহিত পালিত হইয়া থাকে। উৎসবের দিন ইংরেজ ভদ্রলোকের বাসভবনের বাহু দৃশ্য এরূপ নবভাৰ ধারণ করে যে, তাহাতে মন আনন্দরসে নিমগ্ন হয়। প্রধান প্রধান প্রবেশদ্বারের উভয় পার্শ্বে বড় বড় কদলী বৃক্ষ স্থাপিত হয়, এবং তোরণ ও স্তম্ভগুলি মনোহরভাবে বিন্যস্ত পুষ্পমাল্যে ভূষিত হইয়া অতি সুন্দর দৃশ্য প্রদর্শন করে। মুৎসুদ্দী হইতে অতি সমান্য চাকর পর্য্যন্ত সকল ভৃত্যই উপঢৌকনস্বরূপ মৎস্য ও ফল আনয়ন করে। সত্য বটে, অনেক স্থলে এই সকল উপঢৌকনের প্রকৃত মূল্য অপেক্ষা হয় তো অধিক আদিগকে প্রতিদান করিতে হয়; কিন্তু তথাপি ইহা আমদেয় বড়দিনের সম্মানের চিহ্ন বলিয়া বিবেচিত হইয়া থাকে। নগরের ভদ্র সাহেদিগকে বড়লাটের প্রাসাদে একটী সরকারী