এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বি, বসু এ কোম্পানীর
হাতীমার্কা সালসা।
এই মহাশক্তিরূপা বি,বসু এণ্ড কোম্পা-
নীর সালমা সেন করিয়া দেহ এবং
মনকে শক্তিসম্পন্ন কর।
ইহা ঠিক সালসা নহে, তবে সালসা নাম না দিলে, ইহার গুণাবলীর বিষয় কিছুই সদয়ঙ্গম করিতে সমর্থ হইবেন না, সেই জন্য সালসা নাম দিতে হইল। আমরা ইংরেজী ভাবাপন্ন হইয়া পড়িতেছি, এই আয়ুব্বেদীয় ঔষধের নাম তাই বিজাতীয় ভাষায় করিতে বাধ্য হইলাম,—নচেৎ উপায় নাই। বলুন দেখি, সোমরস নাম দিলে সাধারণে কি বুঝিবেন?
চরক গ্রন্থ অনন্তরত্নের ভাণ্ডার; মহাকল্পতরু-
স্বরূপ। সাধক এবং ভক্ত একান্তমনে যাহা
খুঁজিবেন উহাতে তাহাই পাইবেন।