পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৭৯ নং হ্যারিসন রোড,কলিকাতা।

বি,বসু এণ্ড কোম্পানীর

হাতীমার্কা সালসা

সেই চরক-মহাসাগর মন্থনপূর্ব্বক উথিত হইয়াছে।
এ সালসা -বোতলকে, ধন্বন্তরির অমৃতপূর্ণ
কলস বলিলে অত্যুক্তি হয় না।

বি, বসু এ কোম্পানীর

হাতীমার্কা সালসা

 এক মহাতেজস্বরূপ। উত্তর চীন দেশ হইতে আনীত কোন লতা-বিশেষের এমন গুণ যে, এ সালসা সেবনে পাঁচ মিনিট পরেই দেহ এবং মনে মহাস্ফূর্ত্তি অনুভূত হইবে। মনে হইবে, শরীরে যেন কোন বৈদুতিক ক্রিয়া নিষ্পন্ন হইল। এই মহাশক্তি-স্বরূপিণী সালসা-সুধাপানে মনঃপ্রাণ স্বর্গীয় সুখে বিভোর হইয়া উঠিবে। এ সালসা সহজ শরীরে ও সেবনীয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত-সর্ব্বকালে সর্ব্ব ঋতুতে সেবনীয়।

কঠোর পরিশ্রমের পর সেবন করলে,

সঙ্গে সঙ্গে শ্রান্তি দূর হয়।