পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
কলিকাতার ইতিহাস।

দ্বারা নির্মিত হইয়াছিল। বর্তমান কলিকাতা ১৭৭২-৭৭ হইতে বঙ্গের সর্বপ্রধান নগর এবং বৃটিশ ভারতসাম্রাজ্যের রাজধানীরূপে পরিগণিত হইয়া আসিতেছে।

চতুর্থ অধ্যায়।

কলিকাতার ভূবৃত্তান্ত ও অধিবাসী।

 ডাক্তার জেমস্ রানাণ্ড মার্টিন লিখিয়াছেন:

 “দেখা গিয়াছে যে, যে সকল ইউরোপীয় জাতি বিদেশে উপনিবেশ স্থাপন করিয়াছেন, তন্মধ্যে ইংরেজরা সর্বত্রই তাহাদের ঔপনিবেশিক নগরসমুহের স্থাননির্ব্বাচনে যার পর নাই অনবধানতা প্রদর্শন করিয়াছেন।” কাপ্তেন আলেকজাণ্ডার হামিলটন ১৬৮৮ হইতে ১৭৩৩ অব্দ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন অংশ পরিদর্শন করিয়া বেড়াইয়াছিলেন। তিনি কলিকাতা সম্বন্ধে বলেন,—“সমগ্র নদীতীরে ইহা অপেক্ষা অধিকতর অস্বাস্থ্যকর স্থানের নির্ব্বাচন হইতে পারিত না।” বস্তুতঃ বাণিজ্যের সুবিধা বিষয়ে ডাক্তার মার্টিন স্বীয় মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিয়াছেন। তিনি বলিয়াছেন —“কিন্তু এস্থলে বাণিজ্যের সুবিধার জন্যই যে এই স্থানটিকে আমাদের রাজধানীরূপে মনোনীত করা হইয়াছে, এ প্রবোধও আমাদের নাই; কারণ আমার বিশ্বাস এই যে, এই স্থান ও সমুদ্রের মধ্যে এমন অনেক স্থান আছে যে, তাহা জাহাজ লাগাইবার পক্ষে অধিকতর উপযোগী, অথচ