পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
কলিকাতার ইতিহাস।

লম্বে রোগিণীর শরীরে ল্যান্সেট বসাইয়া দিবে। ধসা পচা রোগে শরীর অতি দ্রুত ক্ষয় পাইতে থাকিলেও শোণিতের জলীয়াংশ অধিকতর তেজোহীন করিবার নিমিত্ত সে তোমার শরীর হইতে রক্ত বাহির করিয়া দিবে। কিন্তু ভাই! ব্যাপারটা বেশ করিয়া বুঝিয়। দেখ, একজন বেশ ভাল মিড শিপম্যান (সর্বনিম্নপদস্থ নৌসৈনিক কর্মচারী) সহসা ডাক্তার উপাধি পাইয়া বসিল। কি মজা! সে ব্যক্তি তোমার নাড়ি ধরিল, ঠিক যেন জাহাজের কাছি ধরিয়াছে, আবার অমনি সঙ্গে সঙ্গে ঠিক পোপের মত তোমার রাগ ঠাওর করিয়া ফেলিল! আজ যদি গ্রীকৃদার্শনিক প্লেটো বাঁচিয়া থাকিতেন, তাহা হইলে ভারতবর্ষের কোন কোন ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে তাঁহার পেটের নাড়ী ছিড়িয়া যাইত; যদি তোমার মাথা খুলি ভাঙ্গিয়া গিয়া থাকে, তাহা হইলে উহারা বলিয়া বসিবে, ওটা পিত্তের দোষ, এবং খুব গম্ভীরভাবে ভয়ঙ্কর মুখভঙ্গি করিয়া ও অতি সুতীক্ষ্ণ দৃষ্টিনিক্ষেপ করিয়া ঘোড়ার উপযুক্ত একতাল জোলাপ এবং ক্ষারময় বটিকা দিবে”

 পরন্তু ১৭৮০ অব্দে দেখা যায়, চিকিৎসা ও আইন উভয়ই তত্তৎব্যবসায়ীদিগের পক্ষে সুবর্ণের আকরস্বরূপ হইয়াছিল। তৎকালে ডাক্তারেরা পাল্কী চড়িয়া রোগীদের বাড়ী যাইতেন এবং সাধারণ রোগে প্রত্যেক বারে এক একটা সোণার মোহর দক্ষিণা লইতেন; অসাধারণ স্থলে বা অতিরিক্ত বাবদে দক্ষিণর পরিমাণ অত্যধিক ছিল। ঔষধের মূল্যও অত্যন্ত উচ্চ ছিল। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী পুরাতন কেল্লায় একখানি ডাক্তারী ঔষধের দোকান খুলিয়াছিলেন। কয়েকটা ঔষধের মুল্য এস্থলে দেওয়া গেল এক আউন্স বার্ক ৩ টাকা, একটা বেলেস্তারা (Blistar) ২ দুই টাকা, একটা-