পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৬৫

প্রথার অনুমোন করে নাই। এই আদেশ যাহাতে লঙ্ঘিত না হয়, তাহা দেখিবার জন্য এই আবশ্যক হইলে বল প্রকাশ করিবার নিমিত্ত একদল সৈন্য তথায় প্রেরিত হইয়াছিল, কিন্তু কেহ কোনও প্রকার বাধা জন্মাইবার চেষ্টা করে নাই।

 কলিকাতার স্বাস্থ্যোন্নতির নিমিত্ত লটারি কমিটি’ যে সকল কার্য্য করিয়াছিলেন, তাহা দ্বারা বিলক্ষণ উপকার হইল। সেকালে লটারির সুব্যবস্থা করিবার জন্য কয়েকজন লটারি-কমিশনার ছিলেন। তাঁহা্রা ১৭৯৪ অব্দে সাধারণের হিতজনক ও দাতব্য- কার্যের নিমিত্ত প্রতি টিকিট ৩২ টাকা দরে ১০,০০০ টিকিট বিক্র য়ের বিজ্ঞাপন প্রচার করেন। এইরূপ টিকিট বিক্রয়দ্বারা যে অর্থ- লাভ হইল, তাহা দ্বারা কয়েকটি অত্যুৎকৃষ্ট রাস্তা ও গির্জা নির্ম্মিত হইয়াছিল। পাদরী লঙ সাহেব বলেন,—“লটারি সে কালের সাধারণ প্রথা ছিল; মাসিক ১০০০ টাকা ভাড়ায় বড় বড় বাড়ী ৬০০ টাকা দরের সুর্তি টিকিট ধরাইয়া বিক্রয় করা হইত; তদ্ভিন্ন বাগান বাড়ী সকল, এবং নদীর ধারে যেখানে বাস করা উচিত নহে এমন স্থানে অবস্থিত হাবড়ায় একটা বাড়ীও লটারিরা বিক্রীত হয়। হার্ম্মো- নিক হাউসনামক একটা বিখ্যাত হোটেল ১৭৮০ অব্দে লটারিদ্বার। নীলামে ধরান হয়, এবং মাননীয় জষ্টিস্ হাইড, তাহা প্রাপ্ত হন। এণ্টালি (ইটিলি) নামক স্থানে একটা বাগানবাড়ী ১৭৮১ অব্দে ৭৫ টাকা দরের লটারি টিকিট পাইয়া ৬,০০০ টাকায় বিক্রীত হয়। উত্তরকালে লটারি টিকিট বিক্রয় দ্বারা লব্ধ অর্থে কলিকাতায় কয়েকটি সর্বোৎকৃষ্ট রাজপথ নির্মিত হইয়াছিল।[১]


  1. সাধারণের হিতকর কার্য্যের নিমিত্ত অর্থ সংগ্রহের প্রথা ১৭৯৩ অব্দে প্রথম প্রবর্তিত হয়। উক্ত বৎসরের বঙ্গীয় লটারি কমিশনারগণ লটারি দ্বারা যে অর্থ