পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
কলিকাতার ইতিহাস।

 প্রথম অবস্থায় মিউনিসিপ্যাল কার্য্য মেয়র এবং নয় জন য়্যালডারম্যান দ্বারা পরিচালিত হইত; তাহারা সকলেই গভর্ণমেণ্ট কর্তৃক নিয়োজিত হইতেন। কিন্তু পয়ঃপ্রণালীর সহিত তাহাদের কোন সম্পর্ক ছিল না। তৎকালে একটি কমিটী ও স্বয়ং গবর্নমেণ্ট এবং গবর্ণমেণ্টের নিয়োজিত ডাক্তার নগরের স্বাস্থ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। ইতোমধ্যে জষ্টিসগণ আসরে অবতীর্ণ হইলেন। ইহার যাবজ্জীবন কালের নিমিত্ত গবর্ণমেণ্ট কর্তৃক নিযুক্ত হইতেন। পরলোকগত সার জজ ক্যাম্বেল একটি আইনের পাণ্ডুলিপি উপস্থিত করিয়া মিউনিসিপালিটির সংস্কারসাধনের বিফল চেষ্টা করিয়াছিলেন। তাহার পাণ্ডুলিপির উদ্দেশ্য এইরূপ ছিল:— “মিউনিসিপাল কমিশনারদিগের ক্ষমতা বৃদ্ধি, ম্যাজিষ্ট্রেটদিগের সম্বন্ধে অপেক্ষাকৃত অল্প মিউনিসিপালকার্য্য ও দায়িত্ব অর্পণ, নির্ব্বাচনপ্রণালী দ্বারা মিউনিসিপাল কমিশনারদিগের নির্বাচন, এবং অন্যান্য প্রকারে মিউনিসিপাল স্বায়ত্তশাসনের প্রসারবর্দ্ধন.” তিনি নিজে বলিয়াছেন, টেক্স বৃদ্ধি করা তাঁহার উদ্দেশ্য নহে, স্বায়ত্তশাসন প্রথার প্রবর্তনই তাঁহার উদ্দেশ্য আর একস্থলে তিনি বলিয়াছেন;—“মিউনিসিপাল-স্বায়ত্তশাসন এদেশে অজ্ঞাত নূতন পদার্থ নহে; উহা এতদ্দেশের স্বভাবসিদ্ধ, কারণ উহা হিন্দুজাতির অতি প্রাচীন নীতি ও অভ্যাস।” তাঁহার উত্তরাধিকারী পরলোকগত সার রিচার্ড টেম্পল ভারত গবর্ণমেণ্টের অনুমোন ক্রমে কলিকাতার করদাতাদিগকে কয়েকজন কমিশনারের নির্বাচনের অধিকার প্রদান করিতে সমর্থ হইয়াছিলেন; কিন্তু ঐ সকল কমিশনারের ক্ষমতা ও অধিকার স্পষ্টরূপে নির্দিষ্ট হইয়াছিল কলিকাতায় স্বায়ত্তশাসনুপ্রথা প্রবর্তিত হওয়ার যে সমস্ত সংস্কার