লোক ক্রমে ক্রমে আসিতে লাগিল। এম, জে, শেঠ দর্শক; ভারতীয় আর্ম্মনীদিগের ইতিহাসে লিখিছেন যে, জব চার্ণক সাহেবের ১৬৯০ খৃষ্টাব্দে কলিকাতা স্থাপনের পূর্বেও আম্মা্নীরা সূতানূটী গ্রামে একটি ক্ষুদ্র বাণিজ্যিক উপনিবেশ স্থাপন করিয়া- ছিলেন। আম্মানীরা কোন্ সময়ে প্রথম কলিকাতায় আগমন করেন, শেঠ সাহেব তাহার নির্দেশ করেন নাই, কিন্তু তিনি সংপ্রতি একটা ক্ষোদিত গিরি অস্কার করিয়াছেন; ঐ লিপিটা কলি- কাতাস্থ শর্ম্মানীদিগের গোরস্থানে সমাহিত একটী আর্ম্মানী-মহিলার কবরের উপরিস্থ সাধিপ্রস্তুর ক্ষোদিত; উহার ভাষা আম্মানী এবং উহার তারিখ ১৬০০ খৃষ্টাব্দের ১১ই জুলাই। শেঠ সাহেব আপনার পুস্তকের চতুর্থ অধ্যায়ে উল্লেখ করছেন যে, চা্ররণক এই মৃত্তিকায় পদার্পন করিবার বহু পুৰ্বে আর্ম্মানীরা এখানে বাণিজ্য করিতেন এবং সে সময়ে সূতানুটী পণ্য দ্রব্যের একটী প্রধান বাজার বলিয়া বিখ্যাত ছিল। উক্ত লেখক আরও বলেন যে, চার্লক সাহেবের আমন্ত্রণানুসারে পর্তুগীজ এবং আম্মানীর চুঁচুড়া হইতে আগমন করেন। আর্ম্মানীরা এই স্থানে বসবাস করিয়া ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ১"৮৮ অব্দের সনন্দ দ্বারা প্রদত্ত অধিকার সমূহ উপভোগ করিতে থাকেন। ষ্টার্ক সাহেব বলেন-“অনেকে তাঁহার আমন্ত্রণর স্বীকার করিয়াছিলেন এবং উপনিবেশের উত্তর প্রান্তে সমবেত হইয়াছিলেন। আর্ম্মানীঘাট ও আর্ম্মানী ষ্ট্রীট, এই নাম দুটী অদ্যাপি এই ব্যাপারের সাক্ষ্য প্রদান করিতেছে। এই স্থানে থাকিয়া তাহারা ইংরেজদিগের যারপর নাই উপকার করিয়া ছিলেন; তাহাদিগকে মধ্যবর্তী করিয়া, তবে ইংরেজেয়া দেশীয় বাজারের লোকের সহিত ক্রয় বিক্রয় করিতে সমর্থ হইতেন।
পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়