পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬• "কলিকাতা সেকালের ৪ একালের। " নামক একটা জায়গীর এবং তাছার পুত্র লোকনাথকে “রাজা-বাহার" উপাধি প্রদান করেন। দেওয়ান কৃষ্ণকান্ত, ১৯৯৫ সালের পৌৰ মাসে ইং ১৭৮৮ অৰে, পুত্র লোকনাথকে উত্তরাধিকারী রাখিয়৷ দেহত্যাগ করেন। রাজা লোকনাথ নলী বাহাদুর, পিতার মৃত্যুর পর ত্রয়োদশ বৎসর।' মাত্র জীবিত ছিলেন। ইহার মধ্যে শেষ কয়েক বৎসর দূরারোগ্য কঠিন রোগে ভুগিয়া, তিনি ১২১১ সালের বৈশাখ, (ইং ১৮৯৪ খ্ৰীঃ) অক্সে পরলোক গমন করেন । এই সময়ে তাহার পুত্র কুমার হরিনাথ এক বৎসরের শিশু । ১৮২০ খ্ৰীঃ অব্দে কুমার হরিনাথ সাবালক হন এবং ১৮২৫ খ্ৰীঃ অব্দের ২৬শে ফেব্রুয়ারি তারিখে, লর্ড আমহাষ্ট্রের নিকট হইতে রাজা বাহাদুর উপাধির সনন্দ প্রাপ্ত হইয়াছিলেন। তিনি অসাধারণ দানশীল ছিলেন। র্তাহার অসংখ্য দানের মধ্যে, হিন্দুকলেজ স্থাপনের ' জন্য ২•,•••২ টাকা দান বিশেষভাবে উল্লেখযোগ্য। ১২৩৯ সালের অগ্ৰছায়ণ মাসে, (ইং ১৮৩২ খ্ৰীঃ অব্দে ) তাহার মৃত্যু হইলে, তাহার পুত্র কুমার কৃষ্ণনাথ বিষয়ের উত্তরাধিকারী হন। o ১২৪৭ সালে, ইং ১৮৪০ খ্ৰীঃ অব্দে কুমার কৃষ্ণনাথ সাবালক হন এবং পর বৎসর, লর্ড অকল্যাণ্ডের শাসনকালে, রাজা-বাছাছুর উপাধি প্রাপ্ত হন। রাজা কৃষ্ণনাথ অত্যন্ত বিস্থ্যোৎসাহী এবং দানশীল ছিলেন। ४क मधtग्न प्रशैौंद्र ब्रांछी मिश्रंशद्र गिद्ध C. S. I. ८क ऊिनि ७क णक्र छैकी जांन करब्रन। রাজা কৃষ্ণনাথ বাহাদুর, ভাগ্যলিপিফলে, ১৮৪৪ খ্ৰীঃ অব্দের ৩১.x অক্টোবর তারিখে আত্মহত্যা করেন। রাজার মৃত্যুর পর কাশিমবাজার রাজবংশের সমস্ত সম্পত্তি, ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানী রাজা কৃষ্ণনাথের উইলের বলে, স্বাধিকারভুক্ত করিয়া লরেন। রাজা কৃষ্ণনাথের বিধবা পত্নী, মহারাণী স্বর্ণময়ী, সামান্তমাত্র স্ত্রীধনের উপর নির্ভর করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতে বাধ্য হন। ノ - ° যাহা হউক অল্পদিন পরেই মহারাণী স্বর্ণময়ী স্বামীর সম্পত্তির পুনরুদ্ধারের, জন্য ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর বিরুদ্ধে সুপ্রীম-কোর্টে এক মোকদম ক্লজু করেন। পরিত্যক্ত সম্পত্তির উইল প্রস্তুতকালে, রাজা কৃষ্ণনাথের অব্যৰস্থিতচিত্ৰত প্রমাণ হওয়ায়, মহারাণীই এই মোকদমার জয়লাভ করেন। এই সময়ে কাশিমবাজার রাজবংশের জমিদারীর ভয়ানক দূরবস্থা ঘটে। কিন্তু মহারাণী স্বর্ণময়ীর অসাধারণ বুদ্ধিকৌশলে এবং তাহার দেওয়ান রাজীব