পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় ৯৭৯ ব্যাপারে, সবকৃষ্ণ ক্লাইভের দক্ষিণহস্ত স্বরূপ ছিলেন । কথিত प्लएझ्অষুেiধ্যার মবাব মুজাউদৌলার নিকট হইতে প্রাপ্ত এলাহাবাদ ও কোড়ী প্রদেশ স্কুইট, বাদসাহকে প্রদান করিয়া, তাহার পরিবর্তে এই দেওয়ানী প্রার্থণার পরামর্শ, নবকৃষ্ণই ইংরাজ পক্ষকে প্রদান করিয়াছিলেন । যাহা হউক রাজকাৰ্য্যের সর্ব্ব বিভাগেই বিশেষ বিচক্ষণত প্রদর্শন করায়, ক্লাইভ তাহার প্রতি অত্যন্ত সস্তুষ্ট হইয়া, বাদসাহের নিকট হইতে র্তাহাকে “রাজা-বাহাদুর" উপাধি প্রদান করান ৭ বাদসাহও তাহার উপর অনুগ্রহের নিদর্শন স্বরূপ, র্তাহাকে পাচহাজারী মন্সবদার পদে নিযুক্ত করিয়া বাদসাহী ওমরাহ-শ্রেণীভুক্ত করেন এবং তিন হাজার সওয়ার, পান্ধী, নাকাড়, তোগ নামক ধ্বজ, আশাসোটা প্রভৃতি প্রদান করেন। নবাব সুজাউদ্দৌলাও, তাহাকে একটা “খিলাৎ” প্রদান করেন । t অতঃপর রাজা বলবন্ত সিংহের সহিত জমিদারী বিষয়ক বন্দোবস্ত করিবার জন্য, মহারাজা নবকৃষ্ণ লর্ড ক্লাইভের সঙ্গে কাশী যাত্রা করেন। এই সময়েই বিশ্বেশ্বরের নাটমন্দিরে তিনি “নবকৃষ্ণেশ্বর” নামে এক শিব-প্রতিষ্ঠা করিয়াছিলেন । ইহার পর পাটনার সিতাব রায়ের সহিত, গোলযোগের মীমাংসা করিয়া, ক্লাইভ র্তাহাকে লইয়া কলিকাতায় ফিরিয়া আইসেন এবং তাহার কার্য্যের জন্য কোম্পানীর পক্ষ হইতে তাহাকে পুরস্কার প্রদান করিবার ব্যবস্থা করেন। এই জন্য তিনি পুনরায় বাদগাহের নিকট হইতে ( ১৭৭৬ খৃঃ অব্দে ) নবকৃষ্ণের জন্ত “মহারাজা-বাহাদুর” উপাধির সনন্দ আনাইয়া দেন। বাদসাহও স্বয়ং নবকৃষ্ণকে ছয়-হাজারী মন্সবদারের পদে উন্নীত করিলেন । ইহার অল্পদিনের মধ্যেই এক দরবার করিয়া, ক্লাইভ র্তাহাঁকে “মহারাজবাহাদুর" উপাধি ও ছয়-হাজারী মন্সবদার পদের ফারমান, ঘোড়, জোড়, চামর, শিরপেচ, ছাতা, পাখা, হাতী, ঝালরদার-পাল, ঘড়ী ও তলোয়ার এই সমস্ত খিলাৎ এবং নানা রত্নালঙ্কার প্রদান করেন। " - নবকৃষ্ণের কার্য্যদক্ষতায় প্রীত হইয়া, ক্লাইভ তাছার হস্তে কতকগুলি প্রধান প্রধান কাৰ্য্য ভার প্রদান করেন। এ যাবৎ ফারসী-দপ্তর বরাবরই তাহার হুস্তে ছিল, কিন্তু ক্রমে ক্রমে আরজৰেগী-দপ্তর { আবেদন-পত্ৰাদি গ্রহণ বিভাগ), মালখান (ধনাগার), ২৪ পরগণার মাল-আদালত, চব্বিশ পরগণার তত্ত্বসীল-দপ্তর ( ২৪ পরগণার কালেক্টার কাছাৰী) প্রভৃতিও