পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ళ কলিকাতা সেকালের ও একালের । করাইলেন এবং কোম্পানীর অধীনেও একটা দায়িত্বপূর্ণ কর্শের ভার দিলেন। নবাব মীরজাফর, সন্ধির প্রতিশ্রত টাকা শোধ করিতে না পারায়, নদীয়া ও" বৰ্দ্ধমানের রাজস্ব আদায় করিবার ক্ষমতা, ইংরাজগণকে ছাড়িয়া দেন। নন্দকুমার ১৭৫৮ অব্দের ১৯শে আগষ্ট তারিখে, ইংরাজ পক্ষ হইতে এই ছুই স্থানের তহশীলদারী পদ প্রাপ্ত হন। তিনি ঐ দুই স্থানের রাজাদিগকে ডাকাইয়া খাজনা আদায়ের বন্দোবস্ত স্থির করিয়া লন। ইহার অল্পদিন মাত্র পরেই, এক বিশেষ ঘটনায় নন্দকুমারকে নবাবসরকারের চাকুরী পরিত্যাগ করিতে হয়। নবাব মীরজাফর এই সময় বড়ই অর্থকষ্টে পতিত হন। এইজন্য তিনি সৰ্ব্বদাই রাজা রায়দুল্লভ ও জগৎশেঠের নিকট সাহায্য প্রার্থনা করিয়া তাহাদিগকে ব্যতিব্যস্ত করিয়া তুলেন। অবশেষে রায়দুল্লাভের সহিত নবাবের বিবাদ বাধিয়া যায়। ইহার উপর আবার ঢাকার শাসনকৰ্ত্তা নবাবপুত্র মীরণ, রাজা রায়দুল্লাভের নিকট ঢাকা-বিভাগের হিসাবপত্রের নিকাশ তলব করেন । এইরূপে সৰ্ব্ববিষয়ে উৎপীড়িত হইয়া, রায়দুল্লভ ননীকুমায়ের আশ্রয় গ্রহণ করেন এবং তাহার সহায়তায় কলিকাতায় পলায়ন করিতে সমর্থ হন। এই ব্যবহারে নবাব তাহাদিগের উভয়েরই উপর অত্যন্ত অসন্তুষ্ট হইলেন, কিন্তু নন্দকুমারের নিকট হইতে ইংরাজগণ প্রকৃত ব্যাপার বুঝিতে পারিয়া, প্তাহাদিগকে অভয় দান করিলেন । অতঃপর নবাব প্রকাশ্যভাবে নন্দকুমারের কোন ক্ষতি করিতে না পারিয়া, তাহার প্রতি কার্য্যের দোষ ধরিতে আরম্ভ করেন। ইহাতে নন্দকুমার ক্রমে ক্রমে উত্যক্ত হইয়া নবাব সরকারের চাকুরী পরিত্যাগ করেন। পূৰ্ব্বে বলা হইয়াছে; মন্দকুমার ইংরাজগণের অধীনে, নদীয় ও বর্ধমানের রাজস্ব আদায়ের ভার প্রাপ্ত হন। নবাবের সহিত ইংরাজের বন্দোবস্ত অনুসারে, এই রাজস্ব আদায় হইয়া “প্রথমে নবাব-সরকারে ও পরে তথা হইতে ইংরাজ-কোম্পানীর নিকট যাইবার কথা ছিল। কিন্তু নন্দকুমার কাউন্সিলের/সরাসরি ব্যবস্থা অনুসারে, তহনীলের টাকা একেবারেই কলিকাতার লইয়া আসিতে লাগিলেন। ইহাতে নবাব-দরবারের তদানীন্তন রেসিডেন্ট ওয়ারেণ হেষ্টিংস, প্রকৃত ব্যাপার না জানিয়া, তাহার উপর বিরক্ত হইয়া উঠেন এবং কাউন্সিলের নিকট এই ব্যাপারের প্রকৃত তথ্য জানিতে চাহেন। ক্লাইত ইহার উত্তৰুে হাকে প্রকৃত সংবাদ অবগত করিলেও নন্দকুমারের BBBBS BBBS BBBBB DBBB DDD DS DBB BBB BBB