পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ఫిఫిల করিয়া তাহার উপর বাঁতরাগ হইয়া উঠেন। মহারাজ নন্দকুমার পদচ্যুত হওয়ায়, তাহার স্থানে মহম্মদ রেজা খ। বঙ্গের নায়েব-মুবাদার হইলেন । ক্লাইভ, নন্দকুমারকে কেবল পদচ্যুত করিয়াই নিশ্চিন্ত হইতে পারিলেন না—পরন্তু তাহাকে চট্টগ্রামে নির্বাসিত করিতে মনস্থ, করিলেন, কিন্তু এ বারেও মহারাজা নবকৃষ্ণ প্রভৃতির সনির্বন্ধ অনুরোধুে, নন্দকুমার এ ঘোর বিপত্তি হইতে বাচিয়া যান । ". ইহার পর ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী, রাদসাহের নিকট হইতে বাঙ্গল। বিহার ও উড়িষ্যার দেওয়ানী গ্রহণ করিলেন। কিন্তু তাহারা দেওয়ান হওয়া সত্ত্বেও মহম্মদ রেজা খাকেই তাহাদিগের প্রতিনিধিরূপে, নায়েব দেওয়ান করিয়া দিলেন । এই মহম্মদ রেজা খুঁ। ইতঃপূৰ্ব্বে নায়েব-মুবাদারের পদে অধিষ্ঠিত থাকিয়া, মুসলমান সমাজের উপর বড়ই আধিপত্য লাভ করিয়াছিলেন । এই সময়ে মহারাজা নন্দকুমারও হিন্দু-সমাজের সর্ববাদিসম্মত নেতা ছিলেন। নন্দকুমার সরকারী কাৰ্য্য পরিত্যাগের পর, কলিকাতায় বাস করিতে লাগিলেন। এই সময়ে ক্লাইভ ক্রমে ক্রমে ভাঙ্গিটার্টের শাসনের অনেক নিন্দ শুনিতে পাইয়া, নন্দকুমারকে উক্ত শাসনের একটা যথাযথ বিবরণী লিথিতে আদেশ করেন । নন্দকুমার উপযুক্ত তথ্যাকুসন্ধান করিয়া; এক বিবরণী লিখিলে, ক্লাইভ এতৎসম্বন্ধে অনুসন্ধানের পর, ইহার সত্যতা-সম্বন্ধে নিঃসন্দেহ হইয়া, তাহা বিলাতে লইয়া যান। ইহাতে নন্দকুমার ভন্সিটটি কর্তৃক আপনার চরিত্রের উপর আরোপিত কর্তৃকগুলি অভিযোগ মিথ্যা সপ্রমাণ করিয়াছিলেন । লর্ড ক্লাইভের পর ভেরেলেষ্ট বাঙ্গালার গভর্ণর হন। তিনি প্রথম প্রথম নন্দকুমারকে বিশ্বাস করিতেন বটে, কিন্তু শেষে তাহার শত্রুপক্ষের প্ররোচনায়, তাহার উপর অত্যন্ত বিরক্ত হইয় পড়েন। কথিত আছে, মহারাজা নবকৃষ্ণ এই সময়ে নন্দকুমারের যথেষ্ট শক্ৰতাচরণ করিয়াছিলেন । তিনি নানাপ্রকারে ভেরেলেষ্টের বিরক্তি বাড়াইয়া তুলিবার চেষ্টা করিয়াছিলেন । ইহার কারণও ছিল । নন্দকুমার তখন সৰ্ব্ব বিষয়ে দেশের মধ্যে অদ্বিতীয় হইয়া উঠিয়াছিলেন, কিন্তু নবকৃষ্ণ প্রভূত ধনঞ্জয় করিয়াও সমাজে কিছুমাত্র আধিপত্য লাভ করিতে সমর্থ হন নাই । কাজেই নন্দকুমারের এই সামাজিক প্রতিপত্তির উপর তাহার অস্তিৱিক বিৰেৰ উপস্থিত হইয়াছিল। ইহা ব্যতীত, অর্থের সঙ্গে সঙ্গে নৰকৃষ্ণ >a● . . .