পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృe { কলিকাতা সেকালের ও একালের । করিয়া এই জমীদারী হইতে কলিকাতার বাটতে বাশ, কাঠ, মৎস্য প্রভৃতি চালান দিতে লাগিলেন। প্রীতিরাম ঐ সকল পণ্য বিক্রয়ের জন্ত, বেলেঘাটায় একটি আড়ত স্থাপন করিলেন । সেকালে অনেকগুলি বঁাশ একত্রে রাধিয় নদীতে ভাসাইয়া আনা হইত। ইহাকে চলিত কথায় “বাঁশের মাড়" বলে, বংশ-ব্যবসায়ী প্রীতিরাম এইরূপে “মাড়” নামক ব্যবসায়গত উপাধি লাভ { করেন। এই সময়েই বেলেঘাটায় একটি লবণের আড়ত স্থাপিত হয়। ঐক্তিরাম, পুত্রদ্বয়কে তৎকালসুলভ শিক্ষা প্রদান করিয়া, তাহাদের বিবাহ দিয়াছিলেন। ১৮৯১ খৃষ্টাব্দে, কনিষ্ঠ রাজচন্দ্রের প্রথম বিবাহ ও সেই বৎসরেই স্ত্রীবিয়োগ হইলে, প্রীতিরাম পরবৎসর পুত্রের পুনৰ্ব্বার বিবাহ দেন। সে স্ত্রীও বিবাহবৎসরেই গতায়ু হন। ঐ বৎসরেই জ্যেষ্ঠপুত্র হরচন্দ্র একমাত্র বিধবা রাখিয়া নিঃসস্থান অবস্থায় পরলোক গমন করেন। ১৮০৩ খ্ৰীষ্টাৰে গীতিরাম, কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের তৃতীয়বার বিবাহ দেন। রাজকরে এই সহধৰ্ম্মিণী, উত্তরকালবিখ্যাত রাণী রাসমণি । প্রীতিরামের জীবদ্দশায় রাজচন্দ্র ও রাসমণির দুইটি কন্যা—পদ্মমণি ও কুমারী জন্মগ্রহণ করেন। ১৮০৩ খৃষ্টাব্দে প্রীতিরাম, জানবাজারের বর্তমান স্ববৃহৎ পারিবারিক আবাস নিৰ্ম্মাণ আরম্ভ করেন। সাৰ্দ্ধ ছয়লক্ষ মুদ্রা মূল্যের স্থাবর ও জস্থাবর যম্পত্তি রাখিয়া ১৮১৭ খ্ৰীষ্টাব্দে চৌষটি বৎসর বয়সে, প্রীতিরাম দাস পরলোক গমন করেন। প্রীতিরামের মৃত্যুর পর, পুত্র রাজচন্দ্র পিতার ব্যবসায়ের তত্ত্বাবধান ও উদ্ধৃতিবিধান করিতে লাগিলেন। ইংলণ্ডে কলভিন কাউই কোম্পানীকে এজেন্ট নিযুক্ত করিয়া, তিনি তসরের চাদর, মৃগনাভি, অহিফেন, নীল প্রভৃতি দ্রব্য বিলাতে রপ্তানী কুরিতেন । রাজচন্দ্র ব্যবসায়দক্ষ ভাগ্যবান পুরুষ ছিলেন। নিলামে পচিশ হাজার টাকার অহিফেন ক্রয় করিয়া সেই দিনেই পঁচাত্তর হাজার টাকায় তাহ বিক্রয় করত, তিনি একদিনে পঞ্চাশ হাজার টাকা লাভ করেন। یہ* পিতৃবিয়োগ বৎসরেই রাজচক্সের তৃতীয়া কন্যা করুণাময়ী ভূমিষ্ট হন। পর বৎসর রাজচন্দ্র জ্যেষ্ঠ কন্যার বিবাহ দেন। ১৮১৯ খৃষ্টাব্দে রাজচন্দ্রের পত্নী রাসমণি এক সূতপুত্র এসব করিলেন। ইহার চারি: বৎসর পরে কনিষ্ঠ কষ্ঠ। জগদম্ব জন্মগ্রহণ করেন। ১৮৩১ খৃষ্টাব্দে তৃতীয়া কন্স করুণাময়ী একমাত্র পুত্র রাখিয়া পরলোকে গমন করিলে, রাজচন্দ্র •ब्रव<जब्र कनि♚ रुमा चङ्गवांद्र गरिउ रुक्रभॉयज्ञैौब्र थांमैौ भशूबांग्मांश्न