পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। caళి লিপ্ত থাকিয়া, প্রচুর ধন সঞ্চয় করিয়াছিলেন। দেবালয় প্রতিষ্ঠা, দানধ্যান প্রভৃতি কার্য্যে ইহঁরা সবিশেষ যশস্বী হইয়া গিয়াছেন। কলিকাতায় বাসকালে তাহদের জ্ঞাতি গোত্র অনেক বাড়িয়া উঠে, এইজন্য র্তাহার কলিকাতার নানা স্থানে ছড়াইয় পড়েন । এই শেঠগণের মধ্যে হরিনারায়ণ শেঠ কোম্পানীর প্রথম আমলে বিশেষ ক্ষমতা সঞ্চয় করেন। বর্তমান মেটকাফ-হল যে স্থানে প্রতিষ্ঠিত, সেই স্থান জধিকার করিয়া হরিনারায়ণের বাসভবন ছিল। এখন তাহার চিহ্নমাত্র নাই। শোক্তারাম বসাক পলাশীর যুদ্ধের সময় ও পরে বর্তমান ছিলেন । তাহার নামের কয়েকটা পথ ও গলি আজিও উাহার নাম ঘোষণা করিতেছে। , রামদুলাল দেবের বংশ । রামদুলাল দেব ওরফে দুলাল সরকার অতি সামান্ত অবস্থা হইতে যশঃ এবং সমৃদ্ধির শীর্ষদেশে আরোহণ করিয়াছিলেন। তিনি জাতিতে কায়স্থ ছিলেন। তাহার পিতা বলরাম দেব, দমদমার নিকটবর্তী রেকজানি নামক গ্রামে বাস করিতেন এবং শিক্ষকতা করিয়া জীবিক-নিৰ্ব্বাহ করিতেন। বর্গীর-হাঙ্গামায় (১৭৫১-৫২ খৃঃ অব্দে ) বলরাম পৈতৃক বাসভবন পরিত্যাগ করেন। রামদুলালের জন্মের অল্পকাল পরেই, তাহারপ্লিতৃ-মাতৃবিয়োগ হয় এবং তিনি মাতামহের আশ্রয়ে পালিত হন। র্তাহার মাতা প্রতিবেশীদের সাহায্যে জীবিকা-নিৰ্ব্বাহ করিতেন এবং তাহার মাতামহী বহু কষ্টভোগের পর হাটখোলায় ধনবান ব্যবসায়ী মদনমোহন দত্তের বাটতে পাচিকাবৃত্তি গ্রহণ করেন, রামদুলালও এই মদনমোহন দত্তের বাটাতে থাকিবার অনুমতি প্রাপ্ত হন। এই স্থানে তিনি বাঙ্গাল ও তখনকার কালের উপযোগী সামান্ত মাত্র ইংরাজী শিক্ষা করেন। অত:পর মদনমোহন বাৰু উহাকে প্রথমে ৫২ টাকা বেতনে বিল-সরকার ও তৎপরে ১০২ বেতনে জাহাজ-সরকার করিয়া দেন। দুর্ভাগ্য বিতাড়িত এই রামদুলাল এক সময় এক মহত্বময় কাৰ্য্য দ্বার স্বীয় ভবিষ্যৎ উজ্জল করিয়া লয়েন। এক দিন তিনি নিলামওয়াল৷ ੇ। কোম্পানীর অফিসে, তাহার প্রভুর পক্ষ হইতে স্বেচ্ছায় ১৪•••২ টাকায় একখানি জলমগ্ন জাহাজ ক্লিনিয়া লন। তিনি টাকা জমা দিয়া চলিয়া আসিতে উদ্যত হইয়াছেন, এমন সময় সেই জাহাজ ত্রুয়েছু একজন সওদাগর সাহেব আসিয়া তাহার নিকট উপস্থিত হন এবং কিছু কম এক লক্ষ টাকা মূল্যস্বরূপ দিয়া সেই জাহাজ ক্রয় করিবার প্রস্তাব করেন।