পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ు:R কলিকাতা সেকালের ও একালের জলহাওয়াও র্তাহার সহিল না। কঠিন রোগে পীড়িত হইয়া—তিনি মুরা৯ে সমাধিস্থ হইলেন । কেরিজ, বলিয়। একজন ফ্যাক্টর, তাহার স্থানাধিকার করিলেন । f বিলাতের কৰ্ত্তারা, তাহাদের স্বরাটের বাণিজ্য-কুঠার অন্ধকারময় অদুষ্ট্রে কথা অবগত হইয়া, ইংলণ্ডাধিপ জেম্‌সের নিকট আরজী করিয়া, স্যার টমাস রোকে দূতরূপে জাহাঙ্গীরের সভায় প্রেরণ করিবার বন্দোবস্ত করিলেন। রোসাহেব, ১৬১৫ অব্দে ৬ই মার্চ বিলাত ছাড়িয়া, সাত মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ ভাগে স্বরাটে উপস্থিত হন। স্বরাট হইতে তিনি বুরহানপুর যাত্রা করেন। সম্রাটপুত্র তখন বুরহানপুরের শাসনকৰ্ত্তা। রো-সাহেব নানা উপায়ে সাহােজাদা খুরমকে ( পরে সাজাহান ) সন্তুষ্ট করিয়া আজমীর অভিমুখে যাত্রা করেন । - সম্রাট জাহাঙ্গীর, বায়ু-পরিবর্তনের জন্ত, তখন আজমীরে অবস্থান করিতেছিলেন । স্তর টমাস রো ১৬১৫ খ্ৰীঃঅব্দের ২৩এ ডিসেম্বর আজমীরে উপস্থিত হন । এতকষ্ট করিয়া আজমীরে আসিয়াও, তিনি সম্রাটের সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না । তাহাকে প্রায় মাসাবধিকার সেই স্থানে অপেক্ষা করিতে হয় । সম্রাটের সহিত সাক্ষাৎ হইলে, স্যার টমাস রো তাহাকে ইংলণ্ডেশ্বরের পত্র ও তৎপ্রেরিত বিচিত্র উপঢৌকনাদি প্রদান করিলেন। জাহাঙ্গীর বাদসহ, ইংলণ্ডের রাজদূতকে সম্মানের চক্ষে, প্রীতির চক্ষে দেখিলেন। রে সাহেবও নিজের স্বভাবগুণে, সম্রাটের মনোযোগ আকর্ষণ করিয়া তাহার প্রতিভাজন হইলেন । রো-সাহেব দুইট প্রার্থনা লইয়া সম্রাট-দরবারে উপস্থিত হন। (১) ইংরাজ বণিকগণ যাহাতে মোগল-রাজত্ব মধ্যে, নিৰ্ভয়ে নিৰ্ব্বিবাদে বাণিজ্য করিতে পান, তাহার আদেশ । (২) যে সকল মোগল রাজকৰ্ম্মচারীরা সুরাটে ও অন্যান্ত স্থানে ইংরাজ-ফ্যাক্টারের বা কৰ্ম্মচারীদের নিকট জবরদস্তিতে অর্থশোষণ করিয়াছিলেন, ঋণ বলিয়া অর্থগ্রহণ করিয়াও তাহ প্রত্যৰ্পণ করেন নাই, তাহার পুনরুদ্ধার। সুদীর্ঘ কাল 1 ধরিয়া, মোগল-রাজসভায় অবস্থান করিবার পর, স্যর টমাস রো সাহেব, বাদসাহের নিকট হইতে, সমগ্র মোগলরাজ্যে, বিশেষতঃ বঙ্গদেশেবিনা বাধায় বাণিজ্য করিবার অনুমতি প্রাপ্ত হন । মোগল-রাজকৰ্ম্মগরীগণ এতাবৎ কাল জবরদস্তিতে কেম্পানীর নিকট যে অর্থগ্রহণ করিয়াছিলেন