পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাত সেকালের ও একালের । وی سرانج গুণাবলী বিভূষিত হইলেও, সাম্রাজ্ঞী নূরজাহান তাহাকে আদতে দেখিতে পারিতেন না । জাহাঙ্গীরের চতুর্থ পুত্র, সাহাজাদা সংহরিয়ারকে তিনি বড় ভাল বাসিতেন । কারণ সম্পর্কে সাহরিয়ার আবার তাহার জামাত । পূৰ্ব্বস্বামী, সের আফগনের গর্ভজাত এক কন্যার সহিত নুরজাহান সাহরিয়ারের বিবাহ দেন। নূরজাহানের ইচ্ছ, সাহরিয়ারই দিল্লী সিংহ। সনের অধিকারী হন। এইজন্য সাম্রাজী নূরজাহান সৰ্ব্ববিষয়ে তাহার জামাতার পক্ষ সমর্থন করিতেন । এই অন্যায় পক্ষপাতিত্বের ফল, বড়ই বিযময় হইল। সাহাজাদা খুরম (পরে সাহজাহান ) পিতৃদ্রোহী হইলেন। ১৬২১ খ অব্দ বিদ্রোহী হইয়। খুরম, সসৈন্তে দিল্লীনগরী অবরোধ করিতে অগ্রসর হইলেন। কিন্তু দিল্লীর যুদ্ধে—তিনি সম্রাট-সৈন্সের হস্তে পরাজিত হন । সম্রাট-সৈন্য র্তাহার পশ্চাদ্ধাবন করিলে, তিনি মুদূর বঙ্গদেশে পলায়ন করিয়া বৰ্দ্ধমানে আশ্রয় গ্রহণ করেন । সম্রাট-কুমার খুরম, নানা কারণে বাধ্য হইয়া বৰ্দ্ধমানে শিবির স্থাপন করিলেন। সম্রাট পুত্র বিদ্রোহী হইয়া, হুগলীর অতি সন্নিকটে আসিয়াছেন শুনিয়া, হুগলীর তৎকালীন পট,গীজ গবর্ণর, মাইকেল রডরিকো (Michad Rodriques) তাহার সহিত সাক্ষাৎ করিতে যান। বিদ্রোহী সম্রাট-পুত্র, কোন বিশেষ উদ্দেশ্য চালিত হইয়া, মহাসমাদরে তাহীকে শিবিরে গ্রহণ করেন। অন্যান্ত কথাবাৰ্ত্তার পর, সাহাজাহান রডরিকেণকে বলিলেন— “আপনি যদি আমার এই বিপত্তির সময়ে, আমাকে কয়েকট কামান ও আপনার ইউরোপীয় সেনা দিয়া সাহায্য করেন, তাহা হইলে আমি আপনার নিকট বিশেষ কৃতজ্ঞ থাকিব, এবং আমার শুভদিন সমুপস্থিত হইলে এ কৃতজ্ঞতার ঋণ শোধ করিতে চেষ্টা করিব।” রডারিকো এইবার এক মহা সমস্যার মধ্যে পড়িলেন। বিদ্রোহী সম্রাটপুত্রকে সাহায্য করিলে, নিশ্চয়ই তিনি জাহাঙ্গীরের বিষনয়নে পড়িবেন। একদিন না একদিন, সম্রাট-পুত্রের এই বিদ্রোহ প্রশমিত হইবে। কিন্তু এইরূপ অসঙ্গত সাহায্যের জন্য, সমগ্র পটুগীজ জাতিকে বঙ্গদেশ হইতে, এমন কি--ভারত হইতে বিতাড়িত হইতে হইবে । এই ভাবিয়া, তিনি বিদ্রোহী সম্রাট-পুত্রের প্রস্তাবের, স্পষ্টরূপে কোন উত্তর মা দিয়া, স্বস্থানে চলিয়া আসেন । সাহাজাদা খুরম, পটুগীজদিগের নিকট-সাহায্য প্রার্থনায় বিফল