পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় ጏboት রনোরথ হওয়ায়, তাহণদের উপর অতিশয় জগতক্রোধ হইলেন । কিন্তু ক্রোধ দেখাইবার সময় তখন নহে । কাজেই তিনি শাস্তভাব ধারণ করিয়া, উাহীর অধীনস্থ সেনাগণকে একত্রিত করিলেন । সাহসে বুক বাধিয়া,জাহ্নবী তীরস্থ প্রাস্তরে, মোগল-মুবাদারকে আক্রমণ করিলেন । মোগল-মুবাদার প্রাণপণে যুকিয়া, রণ ক্ষেত্রে দেহত্যাগ করেন। ১৬২২ খৃঃ অব্দে এই ঘটনা ঘটে । বিদ্রোহী রাজ-কুমার খুরম, কাজেই বঙ্গের শাসনকৰ্ত্ত হইলেন । সমগ্র বঙ্গদেশ তাহার দণ্ডমুণ্ডের ব্যবস্থাধীন হইল। দুই বৎসর কণল তিনি এইভাবে বঙ্গদেশে অবস্থান করেন। এদিকে সম্রাট, পুত্রের বিজয়বাৰ্ত্ত শ্রবণে ক্রোধান্ধ স্তষ্টপ্পা, দিল্লী হইতে এই বিদ্রোহ দমন জঙ্গ, বঙ্গদেশে এত প্রচণ্ডবাহিনী প্রেরণ করেন। বলা বাহুল্য-কুমার খুরম, এই যুদ্ধে পিতৃসৈন্তের হস্তে সম্পূর্ণরূপে পরঞ্জিত হয়েন। পরিশেষে পিতার নিকট ক্ষমা প্রার্থনা করায়, এই পিতৃদে চিতার শান্তি হয় । ১৬২৭ খ্ৰীঃ অব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়। জাহাঙ্গীরের শ্বাসরোগ ছিল । লাহোরে অবস্থান ক’লে, এই রোগ সহসা প্রবল ভাব ধারণ করে, এবং তাঙ্গতেই তাহার দেহ পঞ্চভূতে বিলীন হয়। পিতার মৃত্যুসংবাদ পাষ্টয়াই, সহাজাদ। খুরম “সাহজাহান” উপাধি ধারণ করিয়া, আগরার সি ত{সনে অধিরোহণ করেন । সাহজাহানের রাজত্বকালের এক বৎসর অতীত হইয়া গিয়াছে—কিন্তু এপনও তিনি পটুগীজরুত পূৰ্ব্বদিগের অপমানের কথা ভুলিতে পারেন নাই। তাঙ্গর রাজত্বের দ্বিতীয় বৎসরে, তিনি কাশেম খণ, নামক এক অমুগৃহীত সেনানীকে বঙ্গদেশের শাসনকৰ্ত্তা নিযুক্ত করেন। সম্রাটের আদেশ ছিল—“আমি তোমায় বঙ্গদেশের সর্বময় কর্তৃত্ব ও শাসনভার দিয়া পাঠাইতেছি। তুমি আমার অনুগৃঙ্গীত ও নির্বাচিত ব্যক্তি। তুমি সাবধানে পটুগীজদিগের কার্য্য-প্রণালীর দিকে লক্ষ্য রাখিবে। তাহারা কোথায় কি করিতেছে, তৎপ্রতি যেন তীক্ষ দৃষ্টি থাকে। আমি আমার বঙ্গীয় প্রজাগণকে, পটুগীজদের অত্যাচার হইতে মুক্ত করিতে চাহি। যখন দেখিবে, তাহার কোনরূপ বিধি, বিগহিত অন্যায় কাৰ্য্য করিতেছে— তখনই সরকারে এতেল করিবে । এতেল পাইলে যেরূপ হুকুম দেওয়া প্রয়োজন, আমি তখনই তাহ দিব ।” 象 Hoogly Past & Present by S. C. Day. Bengal Gazeteer-Hoogly.