পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । ૨૦ ગ বিল বাহুল্য, কার্টরাইটের এইরূপ অসমসাহসিক ব্যবহারেই, ইংরাজগণ দে বত্ৰিা তরিয়া গেলেন । নবাব নিম্নলিখিত স্বত্বে, ইংরাজদিগকে উড়িষ্যায় বাণিজ্যাধিকার দিলেন । উড়িষ্যা যদি ভৌগলিক ও ঐতিহাসিক বিভাগাংসারে, বঙ্গদেশের অন্তভূক্ত বলিয়া বিবেচিত হয়, তাহা হইলে ধরিতে গেলে, উড়িষ্যা প্রবেশের সঙ্গে সঙ্গেই, ইংরাজের বঙ্গে প্রথম আগমনকাল বৃচিত হইয়াছে । নবাব সদয় হইয়া নিম্নলিখিত স্বত্ত্বে, র্তাহীদের বাণিজ্য চালাইবার আদেশ দিলেন । ( ১ ) নবাবের, বা তাহার প্রভু বাদসাহের, অথবা সাধারণ প্রজাবর্গের কোন জাহাজ, নৌকা ইত্যাদি ঝটিক-তাড়িত হইয়াই হউক বা শত্রু কর্তৃক আক্রান্ত হইয়াই হউক, যদি কোনরূপ বিপন্ন অবস্থায় উপস্থিত হয়, আর তাহণদের সেইরূপ বিপন্ন অবস্থা, এই ইংরাজ কৰ্ম্মচারীরা জানিতে পারেন, তাহ হইলে তাহারা স্বতঃপরতঃ সেই বিপন্ন পোতগুলিকে সাহায্য প্রদানে বাধ্য রহিলেন । ( 2 ) যদি কোন বাদসাহী জাহাজ, বোট বা নৌকা, নঙ্গয়াভাবে, খাদ্যাভাবে, পানীয়জলাভাবে বা অন্স কোনরূপ বিপাকে পড়িয়া ৰিপন্ন হয়, আর যদি তাহা ইংরাজ কোম্পানীর কোন সমুদ্র বা নদীগামী জাহাজ জানিতে পারে, তাহা হইলে তাহারা সেই বিপন্ন ও অভাবগ্রস্ত বাদসাহী জাহাজ বা নৌকাকে সাহায্য করিতে বাধ্য রছিলেন । (৩) বাদসাহের অধিকারভুক্ত প্রদেশ-সমুহের কোনও বন্দরে, ইংরাজকোম্পানী, অন্য কাহারও জাহাজ আটক করিতে বা তাহ দখল করিয়া লইতে পরিবেন না । তবে, সমুদ্রপথে তাঁহাদের এরূপ স্বাধীনতা দেওয়া গেল । এই কয়েকটা স্বত্ব স্থির হইয় গেলে, নবাবেব মীরমুন্সী সন্ধিপত্রের সার ধৰ্ম্ম বাদসহপক্ষ হইতে সর্বসমক্ষে পাঠ করিলেন । এই আদেশ-পত্রের মায়যায়ী, ইংরাজ বণিকগণ, উড়িষ্যা দেশের সর্ব স্থানেই বাণিজ্য দ্রব্য স্বামদানী রপ্তানি করিবার ক্ষমতা প্রাপ্ত হইলেন। অপরন্তু উড়িষ্যা মধ্যে, ষে কোন সুবিধাকর স্থানে, কুঠ খুলিবার অনুমতিও উহারা পাইলেন। তবে এই করার রহিল, যাহাতে সম্রাটের প্রজাদের কোনরূপ অসুবিধা না হয়, গজেরা সেইভাবে কুঠী বা বাণিজ্যাগীর স্থাপন করিবেন। নবাবের নস্থ কোন শাসনকৰ্ত্তাই, ইংরাজদিগের উপর কোনরূপ অত্যাচার করিতে লিবেন না । করিলে, উশহীদের কৈফিয়ৎ ও রাজদণ্ডের অধীন হইতে ২৬