পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ જ কলিকাতা সেকালের ও একালের । সাহেব তখনও কাশিমবাজারে বর্তমান । ভিনসেন্টকে তিনি স্থানচ্যুত করিলেন না বটে, কিন্তু যাহাতে কুঠীগুলির কার্য্যসমূহ উমরূপে চলে,তাহার স্ববঙ্গো বস্ত করিলেন । কুঠার কৰ্ম্মচারীদের পরিচালিত ও সংযত করিবার জন্ত, আরও কঠোর নিয়মাবলী প্রচলিত হইল । তখন কাশিমবাজারে ইংরাজেয় বাণিজ্যাগার স্থায়ীভাবে নিৰ্ম্মিত হয় নাই। মাষ্টারই, কাশিমবাজার কুঠার মৃৎকুটারগুলি ভাঙ্গিয়া দিয়া, সেইস্থানে ইটের কোটা করিয়া দেন । ভিনসেন্ট লোক ভাল ছিলেন না বটে, কিন্তু তাহার আমলে বাঙ্গলায় ইংরাজবাণিজ্য বড়ই তেজে চলিতেছিল । ১৬৭৫ খ্ৰীঃ আবে ৬৫ হাজার পাউণ্ড মূল্যের বাণিজ্য দ্রব্য ইংরাজ-ফ্যাক্টারদের হস্তে সংন্যস্ত হয়। প্রয়োজন ঘটিলে, তাহারা আরও কুড়িহাজার টাকার মালপত্র চাহিতে পারিবেন, এ ৰন্দোবস্তও হইল। এই অর্থদ্বারা, রেশম, বাফ তা, বৎসরে ছয়শত টন সোরা, উৎকৃষ্ট সাদা চিনি, স্বত, হরিদ্র, মধুখ ( মোম ) প্রভৃতি কেন হইত। ইহার দুইৰৎসর পরে, বিলাতের বাজারে ঢাকা ও মালদহের রপ্তানী মালের কাটুতি অতি প্রবল হয়। তাঁহাতে কোম্পানীও আশাতিরিক্ত লাভবান হন। এই লাভ দৃষ্টে প্রলুব্ধ হইয়া, তাহার রপ্তানী বাণিজ্যের মূলধন একলক্ষ পাউণ্ড পৰ্য্যন্ত বাড়াইয়া দেন । ইহার ফলে—বাঙ্গলায় ইংরাজের-বাণিজ্য খুব উন্নত হইয়া পড়িল। মান্দ্রাজ হইতে যে সমস্ত চালানী-মাল বিলাতে পৌছিত, তাহার চৌদ্দ আনা অংশ, বঙ্গদেশের ফ্যাক্টরী হইতে প্রেরিত হইত। ১৬৮• খ, অব্দের পুরাতন কাগজ পত্র হইতে জানা যায়, যে বাঙ্গলার ফ্যাক্ট রদের হস্তে এই সময়ে দেড় লক্ষ টাকা মূলধন রূপে স্তন্ত হয়। এতদিন ইংরাজের বাণিজ্য-জাহাজ সমূহ বালেশ্বর পর্য্যন্ত আসিত। ভাগ রণী বক্ষ বাহিয়া, হুগলী প্রভৃতি স্থানে প্রবেশ করিতে পারিত না অথবা নান কারণে সাহসও করিত না। সন ১৬৭৯ খ, অবো, ইংরাজের প্রথম বাণিজ জাহাজ “ফ্যাকন” সৰ্ব্বপ্রথমে হুগলীতে উপস্থিত হয়। ইহা ইংরাজ কোম্পানীর বণিক-জীবনের এক নুতন ঘটনা । কাপ্তেন ষ্টাফোর্ড, এই জাহাজের প্রধান অধ্যক্ষ ছিলেন । ইহাই ভাগীরথী বক্ষ প্রবেশকারী, ইংরাজের প্রধ বাণিজ্য-জাহাজ । - এই জাহাজ বর্তমান গার্ডেনরিচুব মেটিয়া-বুরুজে আসিয়া নজর করে। હરે ফ্যাকন জাহাজের নজর-করা ব্যাপারের সহিত একটা রহস্যজনক গল্প জড়িত আছে। সে সময়ে গার্ডেনরিচ, বা মেটিয়াবুরুজ * বাণিজ্য-পোতাদির নদ "-محسسسسسسس--

  • মেটরা বা মাটিরা (স্বত্তিক ) বুরুজ ( কেল্লা) ইহাই মেটিয়াবুরুজ শব্দের সহজ ব্যুৎপতি