পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર98 কলিকাতা সেকালের ও একালের কোম্পানীর মস্তকী ছাড় ও নিশান ভিন্ন আর অন্ত কোন উপায় নাই। কোঙ্ক: নীর ছাড় ও দন্তকী না থাকিলে, মোগলের কুতঘাটার কৰ্ম্মচারীরা, নেক্স আটক করিত। এবং তাহা যে কোম্পানীর নৌকা, তাহার প্রমাণ ১ পাইলে, ক্রোক পৰ্য্যস্ত করিত। এইজন্য কোম্পানীর কৰ্ম্মচারীরাই, জয় পায়ে অর্থলোভের জন্ত, প্রভুদের অধিকৃত বাদসাহী সহী-মোহর যুক্ত "ছাড়" “নিশান” ব্যবহার করিয়া বাণিজ্য চালাইতেন। র্তাহাদের এই গুপ্ত ব্যবসায় কোম্পানীর যথেষ্ট লোকসান হইত। কোম্পানীর কৰ্ত্তারা বিলাত হইতে এই i সমস্ত “ইন্টার-লোপার” দমনের জন্ত, বহুবার আদেশ প্রদান করেন—কি রক্তবীজের স্তর, ইহাদের দল পরিপুষ্ট হওয়ায়—এ দেশীয় কৰ্ত্তারা ইহাদের অপটিয়া উঠিতে পারিতেন না। আর এক শ্রেণীর “ইন্টার-লোপার" ছিল —তাহারা ইংরাজ বটে, কিন্তু ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর বেতনভোগী কৰ্ম্মচারী নহে। ইহাদের দল অপেক্ষাকৃত ক্ষীণশক্তি ছিল, কিন্তু কোম্পানীর কৰ্ম্মচারী নহে বলিয়া, শাসন করিবার ক্ষমতাও কোম্পানীর কৰ্ত্তাদের ছিল না। কোম্পানীর কৰ্ম্মচারীদের মধ্যে, র্যাহার। বেনামী বাণিজ্য করিতেন বা অন্ত কোন উপায়ে কোম্পানীর ব্যবসায় হানি করিতেন, হেজেস - , তাহাদের দমনের জন্য বহুদিন ধরিয়া চেষ্টা করিতেছিলেন। এখন সেই চেষ্ট্র কার্য্যে পরিণত করিলেন । দ্বিতীয়বার কাশিমবাজারে আসিয়া, তিনি সৰ্ব্ব । প্রথমেই নেলার নামক একজন কৰ্ম্মচারীকে পাকড়া ও করিলেন। হেজেসের সম্বন্ধে আমরা একটু বিশদভাবে আলোচনা করিতেছি, তাহার কারণ এক্ট, কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠাকারী জব চাণকের সহিত, এই হেঙ্গেসের বিশেষ সম্বন্ধ। চার্থকের প্রধান শক্র ছিলেন—এই হেজে, হেজেসই চার্লকের চরিত্রে, কলঙ্ক-কালিমা নিক্ষেপ করিয়া গিয়াছেন। হেজেস, তাহার কার্য্যকালের একখানি “ডায়েরী” বা aেtঞ্জনামচা রাখিয়া গিয়াছেন। কোম্পানীর পুরাতন আমলের ইতিহাসের কথা ইহাতে অনেক আছে। এই হেজেস ডায়ের ইতিহাসের হিসাবে অতি-মূল্যবান সম্পত্তি। কাশিমবাজারের কুঠার কর্তা ছিলেন–জব চার্ণক। নেলর, জব চাৰ্শকের অধীনস্থ কৰ্ম্মচারী। ইনি কোম্পানীর গুদামে, রেশমের “রং-দার” বা Dyer ছিলেন। তখন কাশিমবাজার রেশম-বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল । অপরি কত রেশম, ও বাক্ষ তা এখানে প্রচুরভাৰে উৎপন্ন হইত। কাশিমবাজারের কোম্পানীর কৰ্ম্মচারীদের অনেকে এই রেশমের গুপ্ত-ৰাণিজ্যে লিপ্ত ছিলেন । ছেজেসের নিয়োজিত, পূৰ্ব্ব কথিত জনসন তাহাকে সংবাদ ছিল-বেনা"