পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । ኟዓ© এই ভাবিয়া চার্ণক ১৬৮৮ খৃঃর্জবে সুতালুটীতে, চালাঘরের ব্যারাক তৈয়ারি করিয়া তাহার ম্যালেরিয়া পীড়িত সেনাদের আশ্রয়স্থান করিয়া দিলেন ।* কোম্পানীর বাণিজ্য কাৰ্য্যেরও যাহাতে সুবিধা হয় তাহার চেষ্টা করিতে লাগিলেন । এই সময়ে কাপ্তেন হিথ বিলাত হইতে এক জাহাজ লইয়া সুতালুটতে গেছিলেন. হিথের আগমনে ঘটনাস্রোত পরিবর্তিত হইয়া গেল । হিথ, চার্যককে বিলাতের কৰ্ত্তাদের একখানি পত্র দিলেন । হাঃ অদৃষ্ট ! ইহাতেও সেই তিরস্কার । চার্ণকের বিলাতের প্রভুরা র্তাহাকে তিরস্কার করিয়া লিথিয়াছেন —“আপনার অধীনে যে সমস্ত ইংরাজ-সৈন্য এখনও রুগ্ন ও জীর্ণবস্থায় জীবিত, তাহাদের কাপ্তেন হিথের জাহাজে উঠাইয়া দিয়া, আপনি সুভালুট ত্যাগ করিয়া সরাসর চট্টগ্রামে চলিয়া যাইবেন । চট্টগ্রাম দখল করাই আমাদের অভিপ্রায় ।” - বিলাতের কৰ্ত্তার, কাপ্তেন হিথকে চট্টগ্রামে যাইবার আদেশ দিয়াছিলেন। থি, বড়ই একরোখী লোক। যে ভগবদত্ত প্রতিভার সহায়তায়, চার্ণক ও ভবিষ্যতে লর্ড ক্লাইভ, এই কলিকাতাতেই ইংরাজের ভাবী সৌভাগ্যের বীজরোপিত হইবে বলিয়া ভাবিয়ছিলেন, হিথের সে প্রতিভা ছিল না । চার্ণক মুতালুটতে ইংরাজের বাণিজ্যাগার রক্ষাই বিশেষ সুবিধাকর, বলিয়া হিথকে অনেক বুঝাইলেন, তাহদের মধ্যে এ বিষয়ে অনেক তর্কীতকি চলিল । কিন্তু হিথ কিছুতেই নিজের জেদ ছাড়িলেন না । তিনি, অন্তৰ্ব্বাণিজ্যে লিপ্ত কয়েকজন ইংরাজকে স্বতালুটতে রাখিয়া, অবশিষ্ট লোক সমেত চট্টগ্রাম উদেশে যাত্রা করিলেন । চর্ণক তাহাতে কোন বাধাই দিতে পারিলেন না । হিথের সঙ্গে কয়েক খানি ছোট বড় জাহাজ ছিল। সেই জাহাজে কোম্পানির লোকজন এবং মালপত্র উঠিল। হিথ, বালেশ্বরে পৌছিয়া পুনরায় সহর লুণ্ঠন করিলেন। সেখানে কয়েকজন ইংয়াজ—মোগলের ইন্তে বন্দী হইল। তাহদের সেখানে বিপদের মুখে ফেলিয়া, হিথ, উহার ক্ষুদ্র বহর লইয়া, চট্টগ্রামের দিকে চলিলেন। চর্ণক তাহার হস্তে উখন ক্রীড়া পুতলী মাত্র ! § * পাঠক ! সেকালের বন জঙ্গলময় সুতালুটার দঠিত বর্তমান বড়বাজার প্রভূতির তুলন। * DDDJBB BB BBBBBBB BBBB BBS BBBB BBB BBBB BBBBB BBS "ধের দুহিক আলোকময় ত্রিতল চতুস্তল বারিকগুলির তুলনা করিয়া দেখুন। ○?