পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)8o কলিকাতা সেকালের ও একালের। নেয়ামত খাঁ মোগল রাজকৰ্ম্মচারী। তিনি বলিয়া পাঠাইলেন—“সম্রাষ্ট্রে প্রজা আমি । তুমি রাজবিদ্রোহী। আমি তোমার কোন সহায়তা করিন না।" রহিম-সা, নেয়ামত ধার শিরচ্ছেদনের আজ্ঞা দিল। নেয়ামত খ৷ মৃত্যু অবধারিত জানিয়া, যুদ্ধার্থে প্রস্তুত হইলেন । তদীয় ভ্রাতঃপুত্র তাহওয়ার (তাহওয়ার অর্থে—বীরপুরুষ ) অশ্বপৃষ্ঠে আরোহণ পূৰ্ব্বক, বিপুল বিক্রমে বিদ্রোহী সৈন্তগণকে আক্রমণ করিলেন । এ যুদ্ধে বীরপ্রবর তাহওয়ার মৃত্যুমুখে পতিত হন। নেয়ামত খাঁ, এই ভীষণ সংবাদ শুনিয়া, মহাক্রোধে উত্তেজিত ভাবে, শক্রব্যুহ মধ্যে বিনা যুদ্ধসজ্জায় প্রবেশ করিলেন। র্তাহার শাণিত অসির ভীষণ আঘাতে অনেক পাঠান ইহলোক ত্যাগ করিল। অবশেষে নেয়ামত খাঁ রহিম-সাকে আক্রমণ করেন। তিনি রহিমের মস্তক লক্ষ্য করিম, তরবারির আঘাত করিলেন বটে, কিন্তু তাঙ্গর লৌহময় শিরস্কাণের উপর পড়িয়া তাহার তরবারি ভঙ্গিয়া গেল । নেয়ামত খা, নৈরাশ্ব্যজনিত ভীম ক্রোধের বশবর্তী হইয়া, বলপ্রয়োগে রহিমের কটিদেশ হস্তদ্ব্যর ধারণ করিয়া, তাহাকে অশ্বপৃষ্ঠ হইলে বাহুবলে উত্তোলনপূৰ্ব্বক, ভূতলে নিক্ষেপ করিলেন। তৎপরে অশ্ব হইতে ক্ষিপ্রতার সহিত লম্ম দিয়া, তাহার প্রশস্ত বক্ষোপরি উপবেশন পূর্বক কটিদেশ হইতে "মধর” নামক অস্ত্র খুলিয়৷ * লইয়া তাহার গলদেশে ভীষণ আঘাত করিলেন । এবারও “যমধর” বৰ্ম্মের সঙ্গে জড়াইয়। যাওয়াতে, রহিমসাহের কণ্ঠ ছিন্ন হইল না। এই অবসরে, রহিমসার সেনারা তথায় উপস্থিত হইয়া, নেয়ামত থাকে তরবারি ও বর্যার আঘাতে আহত করিল। তিনি অকৰ্ম্মণ্য হওয়ায়—শত্ৰু-সৈন্ত র্তাহাকে অশ্বপৃষ্ঠ হইতে ভূতলে নিক্ষেপ করিল। অনন্তর তাহারা তাহাদের দলপতিকে ভূতল হইতে উত্তোলন করিয়া, তাহাকে পুনৰ্জ্জীবন দান করিল এবং আহত নেয়ামতখণকে অজ্ঞান অবস্থায় শিবিরে লইয়া গেল। তখনও বীরপ্রবর নেয়ামতের প্রাণবায়ু বহির্গত হয় নাই । তিনি পিপাসিত হইয়া জলের জন্য চক্ষু সভাসিক গণে ভূত্বা জগদাদিজগৎপত্তিম। বিশ্বেশ্বরং বিরুন্ধৈব প্রায়ে রাজ্যচুতোহুভবৎ।" পুণ্ডরীক কুলকীৰ্ত্তি পঞ্জিকা। ঘনশ্যামের চারিপুত্ৰ—জশ্বং, কালু, বেণী ও কৃষ্ণরাম অত্যস্ত দুঃসাহসী ছিল। জগৎ প্রভৃঠি BBBBBBB BBBBB BB BBS BBBBB BBBB BBBBBB BBBS BB BYYY হইয়ছিল। উহাদের জমাদারী বাজেয়াপ্ত হইলে, অনেক দরবারের পর, তদ্বংশীয়েরা উক্ত জীদারী পুনঃপ্রাপ্ত হইয়াছিলেন। ( নির্গিল বাবুর মুর্শিদাবাদের ইতিহাস ২৯৮ । ) « FKATTFfs ss exrz Flyerz Asfit-f* 1 Stewart's Bengal. f*f** সালাতিন, ও মুরশীদাৰীদের ইতিহাস ।