পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতার ভূতত্ত্ব ও পূরাকালের কথা । অতি প্রাচীন কালে বঙ্গদেশের অবস্থা –রাজমহলের তল-দেশে সমুদ্রের তীরভূমি--মম্বাদির সময়ে বঙ্গের অবস্থা—যুধিষ্ঠিরের সময়ে বঙ্গের অবস্থা—প্রাচীন তাম্রলিপ্ত-পরিত্রাজক হয়েনসাংএর কথিত কাহিনী—পৌণ্ড, কামরূপ, সমতট—তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ প্রভৃতি বঙ্গের পঞ্চবিভাগ—বুদ্ধদেবের সময়ে বঙ্গের অবস্থা-রাজধানী রূপে গৌড়, রাজমহল, মুশীদাবাদ—বরাহ মিহিরের গ্রন্থে উল্লিখিত সমতট-ভূমি-কবিরামের দিগ্বিজয়-প্রকাশ—সেকালের শৃঙ্গালদহ (শিয়ালদহ), বলুক ( বালী), খড়গদহ (খড়দা ) প্রভৃতি গ্রামের নামেল্লেখ– দক্ষিণ ধঙ্গের সমুদ্র গর্ভে অবস্থান—মুদ্র ক্ষুদ্র দ্বীপ ও চরের উ পত্তি—শতাধিক বৎসর পূৰ্ব্বে গড়ের মাঠের কেল্লায় ও শিয়ালদহে পুষ্করিণী খননের ফলাফল— ভূতত্ত্ববিৎ পণ্ডিতদের মত—কলিকাতা, কিলকিলা ও কালীক্ষেত্রের সমুদ্রগর্ড হইতে উদ্ভব । ‘s. জব চাণক কর্তৃক কলিকাতার প্রাণপ্রতিষ্ঠা সম্বন্ধে অন্যান্ত কথা বলিবার পূৰ্ব্বে, আমুর কলিকাতার ভূতত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করিব। পাঠক হয়ত মনে করিতে পারেন, কলিকাতার আবার ভূতত্ত্ব কি ? কিন্তু তাহার আজকাল কলিকাতাকে যে অবস্থায় দেখিতেছেন, কলিকতার ভূমির প্রাকৃতিক অবস্থা সম্বন্ধে যাহা দেখিতেছেন, পুরাকালে সেরূপ ছিলনা। আমরা এ সম্বন্ধে একটু আলোচনা করিয়া, পাঠকের কৌতুহ নিবৃত্তি করিব।