পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। কলিকাতার জনসংখ্যা বৃদ্ধির কারণ—ইংরাজদের দেশীয় প্রজার প্রতি সদ্ব্যবহার —কোম্পানী বাহাদুরের প্রথম জমীদারী, তালুট প্রভৃতি গ্রামত্রয়—জমীদারীর উন্নতির সহিত কলিকাতার জনসংখ্যা বৃদ্ধি-কালেক্টর পদের প্রথম পৃষ্টি— প্রথম কালেক্টর রালফ শেলডন-কালেক্টরের কৰ্ত্তবা-মুরশীদকুলি ধার আমলে বড়বাজার, কলিকাতা প্রভৃতি গ্রামের লোকসংখ্যা বৃদ্ধি ও’জমী সমুহের পরিচয়-কলিকাতায় ধানজমী, তুলার চাষ, তামাকের চাষ প্রভৃতি সম্বন্ধে নানা তথ্য-১৭৯৬ সালের প্রথম জরিপ-প্রজাই-পাট্টার প্রথম পৃষ্টি—একখানি পলাশী—আমলের পাট্টার বাঙ্গল প্রতিলিপি—কোম্পানী বাহাদুরের জমীদারী সেরেস্তা—ব্লাক কালেক্টর বা জমীদার—বাঙ্গালী কালেক্টর নন্দরাম—ষ্ট্রাকজমীদার বা কালেক্টার গোবিন্দরাম মিত্র-পলাশী আমলের কালেক্টার হলওয়েল সাহেব-ইংরাজদের প্রথম আদালতু মেয়র-কোর্ট-সকালে বিচার কার্য্য-নিৰ্ব্বাহ ব্যবস্থ—মবাব মুরশীদকুলীৰ্থার আমলে প্রাচীন কলিকাতা—মিউনিসিপ্যাল ও স্বাস্থ্যরক্ষার বন্দোবস্ত—যত্র তত্র জঙ্গল কাটাইয়া বাড়ীঘর নির্মাণ—জরিমানার টাকা হইতে রাস্ত ঘাট ও নীলা-নর্দমার উন্নতি—প্রাচীন কলিকাতায় ম্যালেরিয়ার প্রকোপ—১৭৫৬ হইতে ১৭৫৬ খৃঃ অন্ধ হইতে কলিকাতার বাড়ী ঘর রাস্তাগলি ও পুষ্করিণী প্রভৃতির সংখা। নবাবী আমলের প্রাচীন কলিকাতা । মুরশীদকুলী খার প্রতিযোগিতা স্বত্ত্বেও, তাহার আমলেই কলিকাতার যথেষ্ট উন্নতি হয়। কলিকাতার এ উন্নতির প্রধান কারণ, ফোর্ট-উইলিয়াম। তখন লোকে ব্যবসা ও কৃষিকাৰ্য্যকেই জীবনের উন্নতির প্রধান কারণস্বরূপ বিবেচনা করিত। চাকরীর জন্ত লোকে-কম লোলুপ হইত। দেশের লোকে যখন বুঝিল-ইংরাজের অতি শক্তিমান জাতি, তাহারা মবাবের বিরুদ্ধাচরণ করিতেও পিছপাও নহেন, বিপদের সময় বিপক্ষ দিগকে রক্ষা করিতে র্তাহারা সিদ্ধহস্ত, আর তাহদের সহিত ব্যবসায়ে লিপ্ত থাকিলে যথেষ্ট লাভ, তখন অনেকে কলিকাতা ও তাহার পার্শ্ববর্তী স্থানে আশ্ৰয় লইল। কেবল বাঙ্গালী নকু, আরমানী, দিনেমার, ডা, भईनेछ #ङ्गउि श्रएनरकहे हेश्ब्रांजयनब्र कर्णिकांठांब्र श्रांअब्र गईंद्रा बनवांग