পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায় । $3.3 বড়ই কষ্ট থাইতে হইবে। আমরা শুনিয়াছি, মাঞ্জাজে ইংরাজ-উপনিবেশেও এইরূপ কষ্ট উপস্থিত হইয়াছে। এজন্য আদেশ করা যাইতেছে, ফোটউইলিয়ম দুর্গমধ্যস্থ সেনাগণ ও কোম্পানীর কৰ্ম্মচারিগণের ভবিষ্যৎ প্রয়োজন মতে, পাচহাজার মণ চাউল ও এক ছাজার মণ গম সংগ্ৰহ করিয়া ভাণ্ডার জগত করা হউক। এ বিষয়ে আর্থার কিং সাহেবকে আদেশ দেওয়া হইল । যদি মান্দ্রাজের কুঠীতে–শস্যের প্রকৃত প্রয়োজন উপস্থিত হয় তাহ হইলে—তাহীদেরও সাহায্য পাঠাইতে হইবে।” “কাশিমবাজারের বগডেন ও ফিক সাহেবকে আদেশ করা যাইতেছে, তাহারা আমাদের পত্রপ্রাপ্তি মাত্র, কলিকাতায় চলিয়া আসিবেন । কোম্পানীর তহবিলে যে সমস্ত টাকা কড়ি আছে, কিম্বা সনন্দ-লাভের জন্য তাহাদের স্বাহ,দেওয়া হইয়াছে, তাহা তাহারা যেন কলিকাতায় লইরা আসেন। যে সমস্ত বনাত ও অন্যান্স কাপড়, বিক্রয়ার্থে কাশিমবাজারে মজুত আছে, তাহ আর রিক্রয় করিবার প্রয়োজন নাই। আমাদের বেনিয়ান হরিকুঞ্চের জিন্মায় তাহারা সেইগুলি হেপাজত করিয়া, কলিকাতায় চলিয়া আসিবেন।” “এই রাষ্ট্র-বিপ্লবে, নিকটবর্তী জমিদারগণ ইচ্ছা করিলে কোম্পানীর উপর উৎপাত করিতে পারেন—কলিকাতা লুঠপাঠ করিতে পারেন। তাহার প্রতিকার উদ্দেশ্যে এই সমস্ত সস্তাবিত বিপদের প্রতিকণর জন্তা’আদেশ হইল —যে ৬০ জন অতিরিক্ত দেশীয় সৈন্ত কোম্পানীর দলভূক্ত করা হউক । তাহারা কলিকাতা নগরীর চারিদিকে পাহারা দিয়া নগররক্ষা করিবে ।” (Con.—197.) দলিল-রেজেষ্টারী না করার দণ্ড । জোসিয়া জনসনের ২৫২ টাকা অর্থদণ্ড হইল । কারণ সে সহরের মধ্যে একখানি বাট খরিদ করিয়া চলিত প্রথামত রেজেক্ট করে নাই। দলিলাদি রেজেষ্টারী করিবার ভার কালেক্টর বা জমীদারের উপর ছিল । কলিকাতা প্রভৃতি গ্রামত্রয় জরীপ ও প্রজাই-পাটা। "দুই বৎসর পূৰ্ব্বে কোম্পানী বাহাদুর কলিকাতা,স্বতালুট ও গোবিন- * পুর গ্রামরয়ের জরিপ করিবার আদেশ দেন। সেই জরিপী-জমাবলী নক্স ও কাৰ্য্যসমুহ এত দিনে শেষ হইয়াছে ও অহার কাগজগৎ কৌলিলে পেশ হইয়াছে। এই সমস্ত কাগজাৎ হইতে গ্রমাণ হইতেছে ।