পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१२ কলিকাতা সেকালের ও একালের । অনেক প্রজা কোম্পানীকে ফাকি দিয়া, জমী ভোগ করিতেছে । অনেকে তাহীদের দখলী জমীর পরিমাণের অৰ্দ্ধেক অংশেরও খাজনা না দিয়া, তাহা স্বচ্ছনে ভোগদখল করিতেছে । এজন্য নিম্নলিখিত এই আদেশ প্রচারিত হইল— ( ১ ) ইহার পর হইতে জমীদার সাহেব, প্রত্যেক প্রজাকে একখানি করিয়া টিকিট দিবেন। এই পাটায় বা টিকিটে, প্রজার বাৎসরিক খাজনার হার ও জমীর পরিমাণ লেখা থাকিবে । ( ২ ) প্রতিমাসে খাজনা দাখিলের সময়—প্রজা এই টিকিট বা পাট। হাতে করিয়া আনিবে । এই দলিলের স্বত্ব এক বৎসর বলবৎ থাকিবে এবং প্রতি বৎসরের শেষে ইহা নূতন করিয়া দেওয়া হইবে। ( ৩ ) কোম্পানীর কৰ্ম্মচারীরা একখানি বহির মধ্যে. এই টিকিট বা পাটীগুলি নিয়মিত রূপে রেজিষ্ট্র করিয়া রাখিবেন । ( 4 ) প্রত্যেক গোমস্তা, সহরের মধ্যে লোকজন বাড়িতেছে কি কমিতেছে, তাহার একটা হিসাব রাখিবেন । (Com.4–2O4. ) ধরিতে গেলে, ইহাই বৰ্ত্তমান কলিকতা কালেক্টারীর প্রাণপ্রতিষ্ঠা । তখন স্বতন্ত্র রেজেষ্ট্রী-অফিস ছিল না । এই আদেশ প্রচারের পর হইতে স্বতন্ত্র রেজেক্ট-বিভাগের প্রাণপ্রতিষ্ঠা হইল । সেকালে সেন্সস প্রভৃতির ভার, প্রকারাস্তরে খাজনা আদায়কারী গোমস্তাদের হাতেই দেওয়া হইয়াছিল । কলিকাতাদি গ্রামব্রয়ের জনসংখ্যা বাড়িতেছে কি কমিতেছে, তাহরাই ইহা স্থির করিয়া বলিতেন । আর এই দুই শত বৎসর পরে, কলিকাতা সহরের সেন্সসের বা লোক-গণনার দিনে কি না একটা ভয়ানক ব্যাপারের श्रशूर्छांन श्ध्न ! নূতন পাটোয়ার নিয়োগ । কৌন্সিল সম্প্রতি জানিতে পারিয়াছেন –বাঙ্গলী পাটওয়ারের নিজেদের স্বার্থের জন্য, বেনামী করিয়া জমীজমা লইতেছে—এবং হিসাব-পত্রে ঙ্গোঙ্গামিল দিতেছে। আদেশ দেওয়া, হইল—এই সমস্ত "ব্ল্যাক-পাটােস্নারী" কে জবাব দিয়া তাহদের স্থানে নুতন লোক লণ্ডয়া হউক। যাহার মৃতন নিযুক্ত হইবে, তাহারা যাহাতে এরূপ অশিষ্ট ব্যবহার না করে, তজন্ত তাহদেরুৰেতন মাসিক চারি টাকা হিসাবে দেওয়া যাইবে। ( Çon.—206.)