পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১৪ কলিকাতা সেকালের ও একালের । কলিকাতা সম্বর ও তাহার পার্শ্ববর্তী গ্রাম সমূহের প্রত্যেক দোকান হইতে দৈনিক এক কড়া করিয়া কড়ি ভিক্ষারূপে চাহিতে পরিবে।” বোধ হয় সহরের প্রত্যেক ভিক্ষুককে এই ভাবে লাইসেন্স লষ্টতে হইত। ভিক্ষুকের যে জোর-জবরদস্তি করিয়া দোকানির নিকট বেশী আদায় করিত, এরূপ ব্যবস্থাই তাহারই প্রমাণ If - এতদ্ভিন্ন সেই সময়ে Farming-License বলিয়া কোম্পানী-বাহছরের আর একটা আয়ের পথ ছিল। ১৭৬৮ খঃ অব্দে, অর্থাৎ পলাশীযুদ্ধের দশ বৎসর পরের একটা “ফরমিং লাইসেন্সের” নকল আমরা পাইয়াছি । তখন খাস কলিকাতা সহরে ও তাহার আশে পাশে যে অনেকগুলি বাজার প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহ! এই তালিকা হইতে প্রমাণ হয়। এই সমস্ত বাজারের দোকান সমূহ হইতে আমদানী-রপ্তানী মালামাল প্রভূতির শুষ্ক বা ডিউটী আদায় করিবার জন্য, এই বাজারগুলি সাধারণকে জমা দেওয়া হইত। এইরূপ জমা দেওয়াকে "তৌবাজারী” বলিত । rালিকাতার দেশীয় অধিবাসীরাই এই সব বাজার বেশীর ভাগ জমা লষ্টত। { বাজারের শুষ্ক ও তোলা প্রভৃতি আদায় করিত এবং কোম্পানীর প্রাপ্য, কোম্পানীকে চুকাইয়া দিয়া, মাহ উদ্ধৃত্ত থাকিত—তাহা নিজের পকেটস্থ করিত। এরূপ বাজার জমা লওয়া সেকালে খুব একটা * লাভের ব্যবসায় ছিল। এই তৌবাজারীর তালিকা হইতে জানা যায়—১৭৬৮ সালে, কলিকাতায় অনেক গুলি মাজার প্রতিষ্ঠিত হইয়াছিল ও তাহীদের অধিকাংশ এখনও বর্তমান। অনেক সাহেবমুলোও অতিরিক্ত লাভের প্রত্যাশায়, বাজার-জমা বা তৌবাজারীর জন্ত লোলুপ হইতেন। কলিকাতার কালেক্‌টার সাহেবই জমাপ্রার্থীগণের আবেদন গ্রহণ করিতেন। র্তাহার আদেশষ্ট এ ব্যাপারে চরম আদেশ ছিল। কৌঙ্গিলের সহিত এ সব ব্যাপারের কোন সম্বন্ধই ছিল না । খোদ কালেক্‌টার সাহেবও সাক্ষাৎ-সম্বন্ধে এ ব্যাপার দেখিতেন না। -প্রায়ই র্তাহার ব্ল্যাকডেপুটীর হাতে এই সমস্ত বাজার জমা দিবার ভার পড়িত। যাহার জমা লইত, তাছাদের অধিকাংশই ব্ল্যাক-ডেপুটীর আশ্রিত লোক। এজন্য . . . . To Nemoy Churon pass Birjobassee Fakeer— ~. “You are to teceive one cowree per diem on each shop within the Town and Districts of Caleutta as an alms for the paintenance of the beggars. (License-Dated Calcutta 31st July 1765). -- לא