পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to কলিকাতা সেকালের ও.একালের । উমর খশ আসালত দুই জনাতে গেল। পাচ হাজায় ঘোড়া সঙ্গে কইরা নিল । ঠাকুরসিংহ জাএ আর বক্সি বহনিয়া । , চল্লিশ হাজার বহুনিয়া সঙ্গেত করিয়া। " ফতেহাজি ছেদনহাজি দুই জনাতে গেল । পে এতিশ হাজার বহনিয়া সঙ্গে চলিল ॥ সাইট হাজার ঘোড়া ডেড়লাক বহুনিয়া । তারকপুর আইল নবাব এত ফৌজ লইয়া ॥ যেইমাত্র নবাব সাহেব তারকপুর আইল । ফৌজের ধমক দেইখা বরগি পিছাইল । তবে বরগি পিঠ দিয়া শীঘ্ৰ চইলা জীএ । নবাব সাহেবের ফৌজ পিছে পিছে ধাএ ॥ পলাসিতে যত বরগির থান ছিল । নবাব সাহেবের নাম সুইন অমনি পলাইল ॥ সিস্ত্রগতি আসি বরগি পুলে পার হইল । পার হইঞা পুল তবে কাটএগত দিল ॥ এথা নবাব রাতারাতি আইল রহনপুরে । দেখে বরগির ছাউনি কাটিএগত উপরে ॥ রহনপুরে নবাব সাহেব মেরিচ দিল । চতুৰ্দ্দিগে তোপ খা রুপির রাখিল । পুরনিয়া পাটনাএ লেখিলেন খত। চলিলা দুইজনা গুইন হকিকত ॥ হেথা জয়দি আহম্মদ খাঁ। আইলা পাটনা হইতে । বার হাজার ঘোড়া ফৌজ লইয়া সাথে ॥ নবাব বাহাদুর আইলা পুরনিয়া হতে। পাচ হাজার ফৌজ সেহ লইয়া সাথে ॥ । তবে জয়নি আহম্মদ বোলে নবাবকে। পুজা না হইতে আগে মার ভাস্করকে ॥ নবাব বোলে আগে দসরা জাউগ । চাইর দিগে জল কাদা সকলি মুখাউগ ॥